মেটেনি কয়লা সঙ্কট, দেশজুড়ে বাতিল হল ১১০০ ট্রেন

কয়লা সঙ্কট এখনো মেটেনি। ফলে রাজ্যে রাজ্যে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও বেড়েই চলেছে। এই অবস্থায় আগামী ২৪ মে পর্যন্ত আরো ১১০০ যাত্রীবাহী টেনের সফর বাতিল করল ভারতীয় রেল মন্ত্রক। এরমধ্যে ৫০০টি মেল এক্সপ্রেস এবং ৫৮০টি প্যাসেঞ্জার ট্রেন। যদিও এতগুলি যাত্রীবাহী ট্রেনের সফর বাতিল করেও যে খুব একটা পরিস্থিতির মোকাবিলা করা যাবে তা নয়। কারণ দেশের বহু খনিতে বিভিন্ন কারণে ধর্মঘট চলছে । ফলে পর্যাপ্ত কয়লার যোগান হচ্ছে না। তাই মালগাড়িতে ওয়াগানের সংখ্যা বাড়িয়েও বিশেষ লাভ কিছু হচ্ছে না। তার ফলে দেশজুড়ে কয়লা সঙ্কট আরও বেড়েছে।

ইতিমধ্যেই বিদ্যুৎ ও কয়লা সঙ্কট নিয়ে রেলমন্ত্রক, কয়লামন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ আধিকারিকদের মধ্যে বৈঠক হয়েছে। গরম যত বাড়বে কয়লার অভাবে বিদ্যুৎ সংকট ততই বাড়বে। ফলে অতি দ্রুত পর্যাপ্ত কয়লার যোগান না হওয়া পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট থেকে বাঁচার কোনো উপায় নেই। উত্তর-পশ্চিম ও দক্ষিণ ভারতের বহু রাজ্য ইতিমধ্যেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে।

Previous articleদুর্গাপুজো নিয়ে বিজেপির রাজনীতির জবাব দেবে বাংলার মানুষ
Next articleবঙ্গ সফরের শুরুতেই হিঙ্গলগঞ্জে বিএসএফের অত্যাধুনিক ভাসমান আউটপোস্টের উদ্বোধন করলেন শাহ