তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি: গুরুত্ব কমলো পার্থর, এবার চেয়ারম্যান বক্সি

বৈঠকে যোগ দিয়েই শৃঙ্খলারক্ষা কমিটির কার্যকলাপ নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন দলনেত্রী। দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক কখন হয়, সেটা নাকি তাঁকেও খবরের কাগজ পড়ে জানতে হয়

দলের মধ্যে ফের গুরুত্ব কমলো তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এবার তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান পদ থেকে “অপসারণ” করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান হলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। যদিও শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য পদে থাকলেন পার্থবাবু।

আজ, বৃহস্পতিবার নতুন তৃণমূল ভবনে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে দলের শৃঙ্খলারক্ষা কমিটির কাজ নিয়ে বিস্তার ক্ষোভ প্রকাশ করেন তিনি। অসমর্থিত সূত্রের খবর, বৈঠকে যোগ দিয়েই শৃঙ্খলারক্ষা কমিটির কার্যকলাপ নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন দলনেত্রী। দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক কখন হয়, সেটা নাকি তাঁকেও খবরের কাগজ পড়ে জানতে হয়। তাঁর কড়া নির্দেশ, এখন থেকে তাঁকে জানিয়েই শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকতে হবে। এবং আকার-ইঙ্গিতে তিনি
শৃঙ্খলারক্ষা কমিটির সদ্য প্রাক্তন চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়কেই নাকি নিশানা করেন। এবং এদিনের বৈঠকে প্রথমেই তাঁকে সরিয়ে নেত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ ও বিশ্বাসভাজন বলে পরিচিত সুব্রত বক্সীকে শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যানের পদে দায়িত্ব দেন।

নেত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানান বৈঠকে হাজির সকলেই। তবে শৃঙ্খলারক্ষা কমিটির কোর টিম একই রেখেছেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন- বেশি করে রসগোল্লা-দই খাওয়াক সৌরভ: ‘শাহী-ভোজ’ নিয়ে কৌতুক মমতার

Previous articleবেশি করে রসগোল্লা-দই খাওয়াক সৌরভ: ‘শাহী-ভোজ’ নিয়ে কৌতুক মমতার
Next articleশাহি সাক্ষাৎ পেলেন অনন্ত মহারাজ, কী আলোচনা হল?