Thomas Cup Final: ইতিহাস গড়ে থমাস কাপ জয় ভারতের, টুইটে শুভেচ্ছা প্রধানমন্ত্রী থেকে শাহ-বিরাট-সাইনাদের

ব্যাডমিন্টনে ইতিহাসে গড়েছে ভারত। ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে থমাস কাপ ঘরে তুলেছে ভারত। থমাস কাপের ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম বার এই জয়। স্বাভাবিকভাবেই এরপর শুভেচ্ছাবার্তার জোয়ারে ভাসছেন ভারতীয় শাটলাররা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সাইনা নেহওয়াল, বিরাট কোহলি, ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপালরা ভারতের এই বিশেষ জয়ের শুভেচ্ছা জানিয়েছেন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর শুভেচ্ছাবার্তা —

থমাস কাপ চ্যাম্পিয়ন ভারতকে ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের শুভেচ্ছাবার্তা —

থমাস কাপজয়ী ভারতীয় দলকে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির শুভেচ্ছাবার্তা —

প্রথম বার থমাস কাপ চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় দলকে কী বার্তা দিলেন ভারতীয় তারকা শাটলার সাইনা নেহওয়াল?

টোকিও অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় ভারোত্তলন মীরাবাঈ চানু শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলকে।

ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপালের শুভেচ্ছাবার্তা থমাস কাপজয়ী ভারতীয় দলকে —

ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিকের শুভেচ্ছাবার্তা —

প্রসঙ্গত, ব্যাডমিন্টনের বিশ্বকাপ বলা হয় থমাস কাপকে। টুর্নামেন্টের ইতিহাস বলছে ১৯৫২, ১৯৫৯, এবং ১৯৭৯ সালের সেমিফাইনালে ওঠাই ছিল ভারতের এর আগে সেরা সাফল্য। সেমিফাইনালে উঠলেও পদক জেতা হয়নি ভারত। পাঁচটি ম্যাচের মধ্যে প্রথম তিনটি ম্যাচ জিতেই প্রথমবার থমাস কাপে সোনা পেল ইতিহাস লিখল কিদাম্বি শ্রীকান্ত ও লক্ষ্য সেনরা।

আরও পড়ুন- Thomas Cup Final: ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণা, ভারতের জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

 

Previous articleDYFI: বেলাশেষে বাংলাই পেল সম্পাদক, বয়সজনিত কারণে অভয়-বিদায়
Next article‘এই জয় ৮৩-র বিশ্বকাপের চেয়েও বড়’, ভারতের থমাস কাপ জয়ে উচ্ছ্বসিত গোপীচাঁদ