ধর্ষণের বিচার না পেয়ে থানার মধ্যে আত্মঘাতী নির্যাতিতা

প্রতীকী

ধর্ষণের বিচার চাইতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ কোনো প্রতিকার না করায় থানার মধ্যেই বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক নির্যাতিতা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আজমগড়ে। যদিও থানায় নির্যাতিতার বিষপানের কথা পুলিশ স্বীকার করেননি কিন্তু কর্তব্যে গাফিলতির অভিযোগে থানার এক অফিসার চুন্না সিংকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।

ওই মহিলার পরিবারের অভিযোগ, ধর্ষণের ঘটনায় অনিল নামে একজনকে চিহ্নিতও করা হয়েছিল। কিন্তু পুলিশ ইচ্ছে করে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কোন উপায় না দেখে নির্যাতিতা নিজেই থানায় চলে যান। সঙ্গে ছিল বিষ। অভিযোগ থানায় ভিতর বসেই ওই মহিলা বিষপান করেন । তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আজমগড়ের এই ঘটনায় যোগী সরকারের তীব্র সমলোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সরকারের উচিত অভিযুক্ত ও দোষী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

 

 

Previous articleনতুন করে নিজেকে চেনাচ্ছেন, ও দলের সম্পদ, ঋদ্ধির প্রশংসায় পঞ্চমুখ কার্স্টেন
Next articleবুস্টার ডোজের চেয়ে ওমিক্রনের সংক্রমণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম, দাবি গবেষণায়