Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) এবারের আইপিএল থেকে বিদায় ঘটল কলকাতা নাইট রাইডার্সের। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২ রানে হারল শ্রেয়স আইয়ররা। যার ফলে ইডেনে খেলতে দেখা যাবে না কলকাতাকে।

২) বাংলার হয়ে ঋদ্ধিমান সাহার খেলার একটা সম্ভাবনা তৈরি হল। সূত্রের খবর, বাংলার কোচ অরুণ লাল খোদ ঋদ্ধিকে ফোন করে তাঁকে শান্ত করেছেন বলে জানা গিয়েছে। ফোনে দীর্ঘক্ষণ ঋদ্ধিকে বোঝানোর পর বাংলার উইকেটকিপার শান্ত হন। তবে কোচ বা ঋদ্ধি, কেউই এখনও এ ব্যাপারে সরকারি ভাবে মুখ খোলেননি।

৩) কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন লখনউ সুপার জায়ান্টসের কুইন্টন ডি’কক ও লোকেশ রাহুল। ওপেনিং জুটিতে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রান সংগ্রহ করলেন দু’জনে। ওপেনিং জুটিতে ২১০ রানের রেকর্ড করলেন তারা।

৪) বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন কে এল রাহুল। কেকেআরের বিরুদ্ধে ৬৮ রান করতেই রেকর্ড গড়লেন তিনি। ৬৮ রান করতেই এই নিয়ে টানা পাঁচ আইপিএল মরশুমে ৫০০-র বেশি রান করলেন রাহুল।

৫) বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় বক্সার নিখাত জারিন। বুধবার মেয়েদের ৫২ কিলোগ্রাম বিভাগে ফাইনালে পৌঁছে গেলেন তিনি। এদিন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে হারিয়ে দিলেন ব্রাজিলের ক্যারোলিন ডি আলমেইডাকে।

৬) বুধবার এএফসি কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সদ্য আইলিগ জয়ী গোকুলম কেরলের কাছে ২-৪ ব্যবধানে হেরে গেল এটিকে মোহনবাগান। ফের কেরলের বিরুদ্ধে হারল বাংলা। সন্তোষ ট্রফি, আইলিগ আর এবার এটিকে মোহনবাগান ।

৭) অবশেষে দীর্ঘদিন পর সুপ্রিম কোর্ট নিজেদের সিদ্ধান্ত জানাল। সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ফুটবল প্রশাসনে ক্ষমতা আরও কমল প্রফুল প‍্যাটেলদের। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুলর কমিটি এবার থেকে নিতে পারবে না ফুটবল সংক্রান্ত কোনও সিদ্ধান্ত। তিন সদস্যের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স গঠন করল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

 

 

Previous articleBreakfast News:ব্রেকফাস্ট নিউজ
Next articleএসএসসির দফতরে CRPF মোতায়েনের নির্দেশ হাইকোর্টের,দুপুরেই শুনানি