‘আরটিআই’-এ স্কুলের সব কর্মকাণ্ড হাতের মুঠোয় অভিভাবকদের, নির্দেশিকা জারি স্কুল শিক্ষা কমিশনারের

তথ্য জানার অধিকার আইনে (আরটিআই)(Right to Informatiom Act)স্কুলের প্রশাসন সংক্রান্ত যাবতীয় তথ্য এবার থেকে জানতে পারবেন অভিভাবকরা(Guardians)। কোনও স্কুলের ভবন নির্মাণের খরচ থেকে শিক্ষকদের হাজিরা-সহ নানাবিধ বিষয়ে তথ্য জানার অধিকার আইন মারফত আবেদন করলেই তা জানাতে হবে স্কুল কর্তৃপক্ষকে এই মর্মে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা কমিশনার । জানা যাচ্ছে, নতুন এই নির্দেশিকায় সবচেয়ে বেশি উপকৃত হবেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।  কারণ, স্কুল পরিচালনা নিয়ে অনেক সময় অনেক অভিযোগ থাকে অভিভাবকদের কিন্তু তাঁর কোন সুরাহা হয় না। এতদিন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ তাঁদের গুরুত্ব দিত না।

নতুন এই নির্দেশিকার ফলে স্কুল পরিচালন কমিটির বৈঠকের মিনিটসের তথ্য হাতে পাওয়া সম্ভব হবে অভিভাবকদের পক্ষে পাশাপাশি আয়-ব্যয়ের হিসাব, স্কুলের শূন্যপদ, শিক্ষকদের হাজিরার মতো বিষয়গুলি,কোনও স্কুলে কত শূন্যপদ রয়েছে, তা-ও জানতে পারবেন তাঁরা। শিক্ষক সংগঠনের এক কর্তার কথায়, ‘‘এই নির্দেশের ফলে কেবল যে অভিভাবকরা উপকৃত হবেন এমনটা নয়, বিভিন্ন স্কুলে বদলি নিতে চাওয়া শিক্ষকরাও নতুন এই নির্দেশ মারফত যাবতীয় তথ্য হাতে পেয়ে যাবেন। ফলে বদলি নিতে চাইলে, সেই মতো পরিকল্পনা করতে পারবেন। কোনও স্কুলের শূন্যপদ আর চেপে রাখতে পারবে না স্কুল কর্তৃপক্ষ।’’

তবে সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘তথ্য জানার অধিকার আইনে স্কুলের তরফে যাঁরা এই তথ্য জানাবেন, তাঁরা হলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও টিচার ইন চার্জ। অথচ স্কুল পরিচালনার যাবতীয় দায়িত্ব থাকে প্রধান শিক্ষকের ওপর। এখন প্রশ্ন, প্রধান শিক্ষককে এড়িয়ে সহকারী প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জ কি যাবতীয় তথ্য সরবরাহ করতে পারবেন? এছাড়া স্কুলের প্রধান শিক্ষককে এড়িয়ে সহকারী প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জকে এই দায়িত্ব দেওয়া স্কুল পরিচালন রুলের পরিপন্থী। সেই বিষয়টিও ভেবে দেখা দরকার।’’

Previous articleIndia Team: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দিতে চলেছে বিসিসিআই : সূত্র
Next articleবড়বাজারে ডাকাতির ছক বানচাল, ধৃত ৫