দুর্ভাগ্যজনক: ধর্মতলায় SSC-র ধরনামঞ্চে ‘আত্মহত্যার চেষ্টা’ আন্দোলনকারীর, ঘোলাজলে বিজেপি

দুর্ভাগ্যজনক! ধর্মতলায় SSC-র চাকরি প্রার্থীদের ধরনামঞ্চে ‘আত্মহত্যার চেষ্টা’ আন্দোলনকারীর। বৃহস্পতিবার, বিকেলে আচমকা ধরনামঞ্চের বাঁধা বাঁশে ওড়ানার ফাঁস জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন এই তরুণী। উপস্থিত পুলিশ আধিকারিক তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। অন্যান্য আন্দোলনরত তরুণীরাও ছুটে দিয়ে তাঁকে বাধা দেন। সরিয়ে নিয়ে যান। পরে সেই ঘটনার ভিডিও (Video) নিয়ে রাজ্যেপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) কাছে যায় বিজেপি (BJP) প্রতিনিধি দল। একপক্ষের কথা শুনেই বিষয়টি নিয়ে টুইট করেন ধনকড়ও।

কিন্তু প্রশ্ন উঠছে, যখন SSC-র চাকরি প্রার্থীদের সমস্যার সমাধান প্রায় হয়ে আসছে। মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন, তখন কেন এই চেষ্টা? এর পিছনে কি তাহলে উস্কানি রয়েছে? বিজেপির ভূমিকা দেখে সেটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, এই ভাবে একটি দুর্ভাগ্যজনক ঘটনা নিয়েও গেরুয়া শিবির রাজনীতি করতে নেমে গিয়েছে। একই সঙ্গে রয়েছেন রাজ্যপাল। তিনিও শুধুমাত্র বিজেপির পক্ষ শুনে টুইট করেন।




Previous articleঅধিকারীদের মামলায় আপাতত স্বস্তি কুণালের
Next articleতৃণমূলের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে পাটের সর্বোচ্চ মূল্য প্রত্যাহার করল কেন্দ্র