Monday, January 12, 2026

“অপরাজিত” দেখতে প্রিয়া সিনেমায় সদলবলে হাজির বিমান-সূর্য-সুজনরা

Date:

Share post:

মুক্তির কয়েকদিনের মধ্যেই বক্স অফিস কাঁপাচ্ছে অনীক দত্ত পরিচালিত জিতু কমল অভিনীত ছবি “অপরাজিত’’। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের আত্মজীবনী নিয়ে তৈরি এই ছবি দেখতে সিনেপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। হলগুলিতে টিকিটের চাহিদাও তুঙ্গে। এবার সেই “অপরাজিত’’ দেখতে সশরীরে সিনেমা হলে হাজির সিপিএমের শীর্ষনেতারা।

অনীক দত্তর ছবি দেখতে আজ, শনিবার বিকেলে দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলে এলেন বর্ষীয়ান বামনেতা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, কল্লোল মজুমদারদের মতো সিপিএম নেতারা। শুধু তাঁরা নয়, নেতাদের সঙ্গেই প্রিয়াতে ৪.২০ মিনিটের শো-তে “অপরাজিত” দেখতে এলেন প্রায় শ’দেড়েক সিপিএম কর্মী-সমর্থক। মূলত, যাদবপুর অঞ্চলের বাম-ছাত্রযুবদের আবদারে নেতারা সিনেমা দেখতে হলে হাজির। সিপিএম নেতারা আসার আগেই প্রিয়া সিনেমা হলের সামনে চলে আসেন পরিচালক অনীক দত্ত। বিমান-সূর্য-সুজনরা আসায় আপ্লুত অনীক দত্ত।

আরও পড়ুন:রাজ্যের শিক্ষা কমিশনার বদল, দায়িত্বে এলেন অরূপ সেনগুপ্ত

সুজন চক্রবর্তী জানান, দীর্ঘ প্রায় ৭-৮ বছর পর তিনি কোনও সিনেমা দেখতে হলে এলেন। কিন্তু হঠাৎ “অপরাজিত’’ কেন? উত্তরে সিপিএম নেতা বলেন, এই সিনেমা নিয়র অনেক চর্চা চলছে। সত্যজিৎ রায়ের উপর নির্মিত সিনেমা। তাই দেখার বিশেষ আগ্রহ ছিল। তাই সবাই মিলে সময় করে সিনেমা হলে আসা। নন্দনে “অপরাজিত” শো না পাওয়ায় রাজ্য সরকারের কিছুটা সমালোচনাও করেন সুজনবাবু।

অন্যদিকে, “অপরাজিত” দর্শকের পাশাপাশি সমালোচকদেরও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। এদিন সিপিএম নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ দর্শকদের প্রিয়াতে ভিড় জমাতে দেখা গিয়েছে। আগামী ২৭ মে অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে এই ছবিট। লন্ডন এবং টরোন্টোর চলচ্চিত্র উৎসবেও দেখানো হবে অনীক দত্ত পরিচালিত “অপরাজিত”




spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...