রাজ্যের শিক্ষা কমিশনার বদল, দায়িত্বে এলেন অরূপ সেনগুপ্ত

স্কুল সার্ভিস কমিসনে(SSC) দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে গুঞ্জন শুরু হয়েছে। এই মামলার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই(CBI)। এরইমাঝে রাজ্যের শিক্ষা কমিশনার বদল করল নবান্ন(Nabanna)। শুক্রবার সন্ধ্যায় এই মর্মে বিবৃতি জারি করেছে সরকার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। নতুন শিক্ষা কমিশনার হিসেবে দায়িত্বে আসছেন অরূপ সেনগুপ্ত(Arup Sengupta)।

উল্লেখ্য, এতদিন স্কুল শিক্ষা কমিশনার এবং সমগ্র শিক্ষা মিশনের রাজ্য অধিকর্তার দায়িত্ব এতদিন সামচ্ছিলেন আইএএস অফিসার শুভ্র চক্রবর্তী। তবে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এসএসসি-র শীর্ষ পদে নিয়ে আসা হবে আইএএস অফিসারকে। সেইমত এসএসসি-র শীর্ষে নিয়ে আসা হয় আইএএস অফিসার শুভ্র চক্রবর্তীকে। আর তাঁর জায়গায় রাজ্যের শিক্ষা কমিশনার পদে নিয়ে আসা হল আইএএস আধিকারিক অরূপ সেনগুপ্তকে।




Previous articleচোপড়ায় কৌটো বোমা বিস্ফোরণে জখম ৪ শিশু
Next articleবেনজির প্রতিবাদ: কানের রেড কার্পেটে ‘অর্ধনগ্ন’ ইউক্রেনীয় তরুণী