তীব্র গরমে স্বস্তি! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধেয়ে এলো প্রবল ঝড়-বৃষ্টি

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির (RAIN & Thunderstrom)আশঙ্কার কথা আগাম জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Department)। কয়েকদিন ধরে তীব্র গরম , ঘাম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে মিলবে মুক্তি এমন আশায় ছিলেন বঙ্গবাসী। শনিবার বিকেলে পূর্বাভাস মতোই পাল্টে গেল কলকাতার আবহাওয়া। আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই ঝড় বৃষ্টির আশঙ্কার কথা। এই সময়ে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতেও নির্দেশ দেওয়া হয়ছিল।

সমগ্র উত্তর ২৪ পরগনায় ও কলকাতায় কাল মেঘে ঢেকে গিয়েছে আকাশ, প্রবল ঝড়ো সঙ্গে মুশল ধারে বৃষ্টি। হাওড়া জেলাতেও একই অবস্থা প্রবল ঝড় এবং বৃষ্টি। কলকাতা সহ গোটা দক্ষিনবঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং নামল বৃষ্টিও।




Previous articleবেনজির প্রতিবাদ: কানের রেড কার্পেটে ‘অর্ধনগ্ন’ ইউক্রেনীয় তরুণী
Next article“অপরাজিত” দেখতে প্রিয়া সিনেমায় সদলবলে হাজির বিমান-সূর্য-সুজনরা