Dinesh Karthik: ভারতীয় দলে প্রত্যাবর্তন কার্তিকের, দলে ফিরে আবেগঘন বার্তা ডিকের

২০১৯ সালে একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার দেশের হয়ে মাঠে নেমেছিলেন কার্তিক।

চলতি আইপিএলে ( IPL)দুরন্ত পারফরম্যান্স করছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। আর তার সুবাদে আবারও ভারতীয় দলে (India Team) ডাক পেলেন ডিকে। ২০১৯ সালে একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার দেশের হয়ে মাঠে নেমেছিলেন কার্তিক। তারপর ২০২২। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন কার্তিক। আর সুযোগ পেয়ে খুশি আরসিবির ব‍্যাটার। ভারতীয় দলে সুযোগ পেয়ে দিলেন এক আবেগঘন বার্তা।

জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে কার্তিক বলেন,” আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, তা হলে সব কিছুই পেতে পারেন। আমি খুব খুশি। এটা আমার জন্য সন্তুষ্টির। এটাই সম্ভবত আমার সবথেকে স্মরণীয় ফিরে আসা। কারণ, অধিকাংশ মানুষই আমাকে নিয়ে আশা ছেড়ে দিয়েছিলেন।”

কার্তিকে সমর্থন করার জন্য এবং তাঁর উপর আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আগামী দিনে আরও পরিশ্রম করার কথাও বলেন ডিকে।

আরও পড়ুন:EastBengal: মহারাজের হাত ধরে কাটছে ইনভেস্টর জট? কী বললেন ইস্টবেঙ্গল কর্তা? 

 

 

Previous articleরাজ্যে লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নাম সুপারিশ, প্রচুর নিয়োগ পুলিশেও
Next articleপার্থর নাম জড়িয়ে পিংলায় স্কুল নিয়ে কুৎসামূলক প্রচারে নামল ‘গণশক্তি’