Wednesday, December 3, 2025

Atk Mohunbagan: মঙ্গলবার মোহনবাগানের মুখোমুখি মাজিয়া স্পোর্টস, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের

Date:

Share post:

বাংলাদেশের বসুন্ধরা কিংসকে (Basundhara Kings) ৪-০ গোলে উড়িয়ে দিয়ে মঙ্গলবার এএফসি কাপের (AFC Cup) গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেলতে নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তাদের প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব (Maziya FC)।

এএফসি কাপের নকআউট পর্বে উঠতে হলে মঙ্গলবার মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে মোহনবাগানকে জিততে হবে না ড্র করলেই চলবে তা রয় কৃষ্ণা, লিস্টন কোলাসোরা মাঠে নামার আগেই জেনে যাবেন। কারণ, ডি গ্রুপে বাকি দু’টি দল গোকুলাম কেরালা এফসি এবং বাংলাদেশের বসুন্ধরা কিংস পরস্পরের বিরুদ্ধে খেলবে মোহনবাগান-মাজিয়া ম্যাচের আগে। সেই ম্যাচ আজ বিকেল সাড়ে চারটেতে শুরু। কৃষ্ণাদের ম্যাচ শুরু রাত সাড়ে আটটা থেকে। কেন দু’টি ম্যাচ একই সময়ে নয়, তা নিয়ে এদিন প্রশ্ন তোলেন বসুন্ধরার কোচ অস্কার ব্রুজোন। একই অভিযোগ করে গোকুলাম ও মাজিয়াও।

বিকেলে গোকুলাম যদি বসুন্ধরাকে হারিয়ে দেয়, রাতে মোহনবাগান-মাজিয়া ম্যাচ নিয়মরক্ষার হয়ে যাবে। কারণ, গোকুলাম ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে এএফসি কাপের আন্তঃ আঞ্চলিক সেমিফাইনালে পৌঁছে যাবে। সেক্ষেত্রে রাতে মোহনবাগান জিতলেও গ্রুপ সেরা হতে পারবে না। যেহেতু মোহনবাগান ও গোকুলামের মধ্যে মুখোমুখি সাক্ষাতে কেরলের দলটি জিতেছে। তবে বিকেলে গোকুলাম হারলে বা ড্র করলে রাতে মোহনবাগান জিতে বা ড্র করেই নকআউটে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। মাঠে নামার আগেই এই সুবিধা পেয়ে যাচ্ছ জুয়ান ফেরান্দোর দল।

কৃষ্ণাদের কোচ অবশ্য বললেন, ‘‘এই ম্যাচে কৌশলের থেকে আবেগ বেশি কাজ করবে ফুটবলারদের মধ্যে। আমরা অঙ্ক নিয়ে ভাবছি না। তবে হ্যাঁ, মাঠে নামার আগে পরিস্থিতি জেনে যাওয়ার সুবিধা আমরা পাব। বসুন্ধরা জিতলে নক আউটে ওঠার লড়াইয়ে আমাদের কাজ সহজ হবে। কিন্তু গোকুলাম জিতলে আমাদের শুধু নিজেদের জন্য খেলতে হবে। এই নিয়ে আমরা কথা বলেছি। দেখা যাক কী হয়।’’

মাজিয়া দলটিকে প্রচণ্ড সমীহ করছেন জুয়ান এবং দলের সিনিয়র ফুটবলার প্রীতম কোটাল। স্প্যানিশ কোচের কথায়, ‘‘ওরা মালদ্বীপের এক নম্বর লিগের সেরা দল। ৪-০, ৫-০তে অনেক ম্যাচ জিতেছে ওরা। দলটি দ্রুত ওঠানামা করতে পারে। গত মরশুমের থেকে এবারের দলটা অন্যরকম। অনেক সংঘবদ্ধ ফুটবল খেলে।’’ প্রীতম বললেন, ‘‘গতবারের থেকে এই মাজিয়া অনেক শক্তিশালী।’’

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

spot_img

Related articles

এসআইআর আতঙ্কে তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী গৃহবধূ! হাওড়ায় অসুস্থ বিএলও

এসআইআর সংক্রান্ত চাপে একই দিনে দুটি মর্মান্তিক ঘটনা ঘটল রাজ্যে। কোচবিহারের তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী হলেন এক গৃহবধূ, অন্যদিকে...

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...