মুখ্যমন্ত্রীর সভা নিয়ে কোনও অন্তর্বতী স্থগিতাদেশ নয়। সাফ জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। বাঁকুড়ায় আগামী ১ জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভার স্থান পরিবর্তনের আর্জি জানিয়ে একটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলার শুনানিতে কোনওরকম হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে জানিয়ে দেয় আদালত।

আরও পড়ুন:বাঁকুড়ায় মমতার সভাস্থল নিয়ে জটিলতা, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের
এদিন বিচারপতি জানান, ‘যেখানে সভা হবে, সেই জায়গা এই মুহূর্তে একদম শুকনো। ফলে নদীর জল দূষিত হওয়ার প্রশ্ন নেই। এছাড়াও সেখানে যদি কোনও স্থায়ী কাঠামো থাকত, তাহলে তা নিয়ে চিন্তাভাবনা করা যেত। কিন্তু বাঁশের কাঠামো তৈরি করলে কীভাবে নদী ক্ষতিগ্রস্ত হবে তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিচারপতি। অর্থ্যাৎ এই মামলায় এই মুহূর্তে কোনও হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে জানায় আদালত।
জঙ্গলমহল সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১ জুন বাঁকুড়ায় মমতার কর্মিসভা রয়েছে। কিন্তু সভাস্থলের বৈধতা নেই বলে অভিযোগ ওঠে। জল এতটাই গড়ায় যে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন ২ আইনজীবী। এরপর মামলার শুনানিতে হাইকোর্ট জানায়, মুখ্যমন্ত্রীর সভা নিয়ে কোনও হস্তক্ষেপের প্রয়োজন নেই।