ভয়াবহ সড়ক দুর্ঘটনা বেরিলিতে, মৃত চালক সহ ৭

মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের( UP) (Ambulance) বেরিলিতে(Bareilly) একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায়( Road Accident)মৃত্যু হল চালক সহ ছয় যাত্রীর।

দিল্লিতে(Delhi)ডাক্তার দেখাতে গিয়েছিলেন একই পরিবারের সাতজন। ফিরবেন উত্তরপ্রদেশের পিলভিতে(Pilibhit)। সেখান থেকে ফেরার জন্য তাঁরা একটি অ্যাম্বুলেন্স (Ambulance) ভাড়া করেছিলেন। দিল্লি লখনউ জাতীয় সড়কে অ্যাম্বুলেন্সটি (Ambulance) প্রথমে রোড ডিভাইডারে ধাক্কা মারে। তারপর একটি ট্রাকের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়।

অ্যাম্বুলেন্সের(Ambulance) চালক ও ছয় যাত্রী স্পটেই মারা যান। পুলিশ জানিয়েছে, অ্যাম্বুলেন্সের যাত্রীরা সবাই একই  পরিবারের সদস্য।পরিচয় জানার পর  তাঁদের পরিবারের লোকজনের কাছে খবর পাঠানো হয়েছে।

এরপরে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের উদ্দেশ্যে সহানুভূতি জানিয়েছেন। একইসঙ্গে তিনি জেলা প্রশাসনককে নির্দেশ দিয়েছেন, আহতদের যেন যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়।




Previous articleবেতন বছরে ১ কোটি ৪০ লক্ষ টাকা! রাতারাতি বিখ্যাত কৃষ্ণনগরের দেবর্ষি
Next articleসোনার খনিতে ধুন্ধুমার, গণহত্যার অভিযোগ নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে