থানার সামনে আত্মহত্যার চেষ্টা ডাব বিক্রেতার, ত্রাতা হরিশ্চন্দ্রপুরের আইসি

মত্ত অবস্থায় থানার সামনেই গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক ডাব বিক্রেতা। মালদহের (Maldah) হরিশ্চন্দ্রপুর থানার সামনে বুধবার দুপুরে এক যুবকের আর্ত চিৎকার শুনে থানা থেকে বেরিয়ে আসেন আইসি (IC)-সহ পুলিশকর্মীরা। দেখেন দাউদাউ করে জ্বলছেন একব্যক্তি। সঙ্গে সঙ্গে তাঁর গায়ে কম্বল জড়িয়ে দেন আইসি নিজেই। ততক্ষণে ডাব বিক্রেতার শরীরর ৭৫ শতাংশ পুড়ে যায়। টোটো ডেকে ওই তাঁকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গেই মালদহ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার জেরে এদিন এলাকা জুড়েই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে খবর, ওই ডাব বিক্রেতার নাম শিবু চক্রবর্তী (Shibu Chakraborty)। দাম্পত্য কলহের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে সন্দেহ করছে পুলিশ। থানার উল্টোদিকে হাটখোলার পিছনেই বাড়ি শিবুর। থানার সামনে ভ্যানে ডাব বিক্রি করেন তিনি। পাশেই ছাতুর সরবত বিক্রি করেন তার স্ত্রী ফুলন সাহা চক্রবর্তী। বাড়িতে তো বটেই, বাজারেও স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত বলে অভিযোগ। এদিন আচমকাই শিবু থানার উল্টো দিকে দুর্গামণ্ডপের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে দেন। তারপর লাইটার দিয়ে আগুন ধরায়। ওই অবস্থাতেই গোটা হাটকোলায় আর্ত চিৎকার করে ছুটতে থাকেন তিনি। থানা থেকে বেরিয়ে হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয়কুমার দাস (Sanjay Kumar Das) তাঁর গায়ে কম্বল জড়িয়ে আগুন নেভান। সঞ্জয় দাস বলেন, এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। দাম্পত্য কলহের জেরেই ঘটনাটি ঘটেছে বলে অনুমান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন- পরপর তিনবার ‘এ’ গ্রেড, নজিরবিহীন সাফল্য লেডি ব্রেবোর্ন কলেজের

Previous articleপরপর তিনবার ‘এ’ গ্রেড, নজিরবিহীন সাফল্য লেডি ব্রেবোর্ন কলেজের
Next articleগ্যাস-হৃদযন্ত্রজনিত সমস্যায় ভুগতেন কেকে, কলকাতায় পা রেখেই অসুস্থতার কথা জানিয়েছিলেন স্ত্রীকেও