সোমবার রঞ্জিট্রফির ( Ranji Trophy) নকআউট পর্বে খেলতে নামছে বাংলা (Bengal)। প্রতিপক্ষ ঝাড়খণ্ডের (Jharkhand)। নকআউট পর্বে খেলতে নামার আগে তিন তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলা। তাই ম্যাচের আগেরদিন ছিল অপশনাল অনুশীলন।

বেঙ্গালুরুতে বাংলা বনাম ঝাড়খণ্ড যে পিচে খেলা হবে তাতে রয়েছে বাউন্স। তাই প্রথম একাদশ ঠিক হবে ম্যাচের দিন। এদিন এমনটাই জানান বাংলার কোচ অরুণ লাল। তবে জানা যাচ্ছে, তিন পেসার নিয়ে নামবে বাংলা। সেই সঙ্গে শাহবাজ আহমেদ থাকছেন। পঞ্চম বোলার হিসাবে খেলতে পারেন সায়ন শেখর মণ্ডল অথবা ঋত্বিক চট্টোপাধ্যায়। সোমবার পিচ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে পেসার সায়ন নাকি স্পিনার ঋত্বিককে থাকবেন প্রথম একাদশে।
সূত্রের খবর, রবিবার ভিডিও বিশ্লেষণে বসবে বাংলা দল। সেখানে নিজেদের এবং ঝাড়খণ্ড দলের বিভিন্ন দিক খুঁটিয়ে দেখবে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন, সুদীপ চট্টোপাধ্যায়, মনোজ তিওয়ারিরা। এছাড়াও জানা যাচ্ছে বাংলার বোলার এবং ব্যাটারদের নিয়ে আলাদা করেও কথা বলা হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:India Team: ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে মরিয়া প্রীতম-শুভাশিস
