হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রণক্ষেত্র হয়ে উঠেছে উত্তরপ্রদেশের কানপুর(Kanpur)। হিংসার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৮ জনকে। সেই ঘটনাতেই এবার বিজেপি মুখপাত্র নুপুর শর্মা(Nupur Sharma) ও নবীন জিন্দলের বিরুদ্ধে পদক্ষেপ নিল গেরুয়া শিবির(BJP)। সাসপেন্ড করার পাশাপাশি আপাতত বাতিল করা হল ওই দুই মুখপাত্রের সদস্যপদ।

নুপুরের ওই মন্তব্যের পরই কানপুর হিংসার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে সব মহল থেকে। এরপরই বিবৃতি পেশ করে বিজেপির তরফে জানানো হয়, “ভারতের ইতিহাসে সবসময়ে সব ধর্ম একসঙ্গে বিকশিত হয়েছে। কোনও ধর্ম বা ধর্মীয় ব্যক্তির প্রতি অসম্মানজনক মন্তব্য করার তীব্র নিন্দা করছে বিজেপি। এই ধরনের কার্যকলাপকে প্রশ্রয় দেয় না বিজেপি। সব ধর্মকে সমান চোখে দেখে বিজপি।” এই বিবৃতি জারি করার পরপরই বিজেপির তরফে ঘোষণা করা হয়, প্রাথমিক সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে নুপুর শর্মা এবং নবীন জিন্দলকে। কারণ তাঁরা দলের মতামতের বিরোধী মনোভাব পোষণ করেছেন। তাই তাঁদের সাসপেন্ড করা হচ্ছে। এবং দলের সমস্ত কাজ থেকে অবিলম্বে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, নুপুরের ওই মন্তব্যের পর কানপুরের প্যারেড মার্কেটে বনধের ডাক দেয় স্থানীয় সংখ্যালঘু সংগঠন। কিন্তু স্থানীয় দোকানদাররা দোকানপাট বন্ধ রাখতে রাজি হয়নি। তাতেই বিবাদের সূত্রপাত। এরপর বচসা ক্রমে ভয়াবহ আকার নেয়। পরিস্থিতি সামাল দিতে আধা সেনা নামায় যোগী সরকার। ১৮ জনকে গ্রেফতার করে জাতীয় নিরাপত্তা আইনে দায়ের হয় মামলা। যদিও গ্রেফতার করা হয়নি এই পরিস্থিতির জন্য মুলত দায়ি নুপুরকে। এবার তাঁকে সাসপেন্ড করে মুখরক্ষা করল বিজেপি।