Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) লাল সুরকির কোর্টে তিনিই যে সর্বকালের সেরা, সেটা আরও একবার প্রমাণ করলেন রাফায়েল নাদাল। রবিবার ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে ৬-৩, ৬-৩, ৬-০ সেটে উড়িয়ে দিয়ে রেকর্ড ১৪তম ফরাসি ওপেন খেতাব জিতে নিলেন নাদাল।

২) সোমবার রঞ্জিট্রফির নকআউট পর্বে খেলতে নামছে বাংলা। প্রতিপক্ষ ঝাড়খণ্ডের। নকআউট পর্বে খেলতে নামার আগে তিন তিনটি প্রস্তুতি ম‍্যাচ খেলেছে বাংলা। তাই ম‍্যাচের আগেরদিন ছিল অপশনাল অনুশীলন।

৩) নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ইংল‍্যান্ড দল। সৌজন্যে জো রুটের দুরন্ত ইনিংস। দ্বিতীয় ইনিংসে ১১৫ রানে অপরাজিত তিনি। আর রুটের এই পারফরম্যান্স মন কেড়েছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। টুইট করে জানালেন, রুটের খেলা দেখে মুগ্ধ তিনি।

৪) ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে মরিয়া প্রীতম কোটাল শুভাশিস বোস। এআইএফএফ মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে, প্রীতম বলেন, “আমাদের বড় সুবিধা হবে সমর্থকদের সামনে খেলার। একই কথা শোনা যায় শুভাশিসের মুখেও।

৫) রাজারহাটে তৈরি হচ্ছে নতুন ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেটের নন্দনকানন ইডেনের মতনই তৈরি হবে সেই স্টেডিয়াম। অনেকদিন আগেই সিএবি-র তরফে স্টেডিয়াম তৈরির জন্য জমি চাওয়া হয়েছিল রাজ্য সরকারের কাছে। সেই জমিই দেওয়া হল তাদের।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

 

 

Previous articleBreakfast News:ব্রেকফাস্ট নিউজ
Next articleপ্রার্থনা চলাকালীন নাইজেরিয়ায় বন্দুকবাজের হানা, মৃত কমপক্ষে ৫০