‘অপরাজিত’ মৌলিক ভাবনা কি? তদন্ত হোক: এবার ফেসবুকে ট্রেলার পোস্ট করে দাবি কুণালের

ইদানীংকালের মধ্যে বাংলার অন্যতম জনপ্রিয় ছবি অনীক দত্তের ‘অপরাজিত’ ছবির ভাবনা নিয়েই এবার প্রশ্ন উঠল। কারণ, বাংলার এক ঝাঁক পুলিশ মিলে সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাতে একটি ছবি তৈরি করছেন, যার রেজিস্ট্রেশন হয়েছে ১০ বছর আগে, সেই ছবির সাথে প্রায় হুবহু মিল অনীক দত্ত পরিচালিত ছবি ‘অপরাজিত’-এর। সত্যিই কি ‘অপরাজিত’ ভাবনা মৌলিক? এই নিয়ে আগেই প্রশ্ন তুলে ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার, নিজের ফেসবুক পেজে তিনি একটি ট্রেলার পোস্ট করেন। তাতে লেখেন,

“2012 সালেই ‘বিষয় পথের পাঁচালি’ ছবি নথিভুক্ত হয়েছিল, নানা কারণে বিলম্বিত হয়, তার ট্রেলার দেখুন। এজন্যই বলছি 2022-এর ‘অপরাজিত’ ছবিটি মৌলিক ভাবনা কিনা, তার তদন্ত হোক।

ট্রেলারটি বিশ্বজিত ঘোষের ফেসবুক থেকে পাওয়া।“

সিনেমাহলে চলা ‘অপরাজিত'(Aparajito)-র সঙ্গে এই ‘বিষয় পথের পাঁচালি’ ছবির এই ট্রেলারটির অদ্ভূত মিল। ইতিমধ্যেই ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ চেয়ে পরিচালক অনীক দত্ত (Anik Dutta) ও তাঁর প্রযোজকদের আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা সংস্থা ‘সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস’। প্রযোজনা সংস্থার তরফে আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, শনিবার সন্ধেয় অনীক দত্ত ও তাঁর প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। উত্তরের জন্য সাতদিন অপেক্ষা করা হবে। তারপর পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid032BDJnojq4GADLSQQ9rT6YgSibnnnyMGCEZBBdUSsFGaq7xGTYG12eX6h6Tw9ABR4l&id=100015290803888&sfnsn=wiwspwa

এদিন, কুণালের পোস্ট করা ট্রেলারটি দেখে অনেকেই সেটিকে অনেক ক্ষেত্রে অপরাজিত-র ট্রেলার বলে ভুল করছেন। বিষয় ভাবনার দিক থেকে সেটা এতটাই অনীকের ছবির সঙ্গে একরকম। এর আগেও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইটে লিখেছিলেন ,

“’অপরাজিত’ ছবিটি কি মৌলিক ভাবনা? ২০১২ -তে নথিভুক্ত পথের পাঁচালি তৈরির ছবিটির শুটিং চলছে। নানা কারণে দেরি। এক থিমে ছবি। জেনে নাকি না জেনে? প্রচারের চাপে আসল টিম কোণঠাসা? তাঁদের ছবির কাজ চলছে। সেই ছবিটিও মুক্তি পাবে। টলিউড, থিম কি হাইজ্যাকড হল? তদন্ত হোক।“ এই টুইটে তিনি ছবির শুটিং ক্লিপ এবং একটি ডকুমেন্ট শেয়ারও করেন তিনি। এবার ট্রেলার পোস্ট করে কুণাল ঘোষ আরও অকাট্য প্রমাণ সামনে রাখলেন বলে মত সিনে মহলের।

 

 

Previous articleকেকে-এর মৃত্যুতে কি সিবিআই তদন্ত ? মামলা দায়ের করার অনুমতি কোর্টের
Next articleআরব দেশগুলির মন্তব্য অযৌক্তিক ও সংকীর্ণ: নূপুর শর্মা কাণ্ডে পাল্টা ভারত