টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভে অশান্ত সল্টলেক

টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভে বৃহস্পতিবার সকাল থেকেই অশান্ত হল সল্টলেক। এদিন ২০১৭-র প্রাথমিক টেট উত্তীর্ণদের বিক্ষোভ কর্মসূচি ছিল সল্টলেকের অরুণাচল ভবনের সামনে।  জানা গিয়েছে  তাদের পরিকল্পনা ছিল বিকাশ ভবনে এসে  ডেপুটেশন জমা দেওয়া হবে। সেই কারণে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। বাসে করে এসে জড়ো হচ্ছিলেন  চাকরিপ্রার্থীরা।  তারা যখন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তখনই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। প্রায় দেড়শো জনকে আটক করা হয়।

আরো পড়ুন : ১০০ দিনের কাজের পাওনা দিচ্ছে না কেন্দ্র: গিরিরাজের কাছে যাচ্ছে তৃণমূল প্রতিনিধি দল

Previous articleএকটানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম রাস্তার একাধিক জায়গায় ধস, ব্যাহত যান চলাচল
Next articleবিজেপির ফতোয়াকে বুড়ো আঙুল, নিজেই নিজেকে বিয়ে করলেন ক্ষমা