আগামী শুক্রবার ১৭ জুন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ

আগামী শুক্রবার ১৭ জুন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE 2022 Results) ফল প্রকাশিত হতে চলেছে।  বোর্ডের ওয়েবসাইটে লগ ইন করে ওই দিন বিকেল চারটে থেকে ফল জানা যাবে। www.wbjeeb.nic.inwww.wbjeeb.in-এই সাইটে ফল জানা যাবে। ওই ওয়েবসাইট থেকে WBJEE-2022-Rank Card ডাউনলোড করা যাবে। এইবছর রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশিত হবে এর  র‍্যাঙ্ক কার্ড আকারে। এই কার্ডে পরীক্ষার্থীর নাম, বিভাগ, জন্মতারিখ, আবেদনের নম্বর, র‍্যাঙ্ক, মোট প্রাপ্ত নম্বর-সহ অন্যান্য তথ্য থাকবে। আরও বিবরণ জানতে আগ্রহী পরীক্ষার্থীরা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পারেন। Rank Card of WBJEE-2022 ডাউনলোড করা যাবে বোর্ডের ওয়েবসাইট থেকে। শুক্রবার বিকেল চারটের পর থেকে কার্ড ডাউনলোড করা যাবে।

 


 

Previous articleভোটপরবর্তী হিংসা মামলায় প্রথন কোনও বিজেপি নেতাকে তলব সিবিআইয়ের
Next articleCristiano Ronaldo: স্বস্তিতে রোনাল্ডো, ধর্ষনের অভিযোগ থেকে মুক্তি পেলেন সিআরসেভেন