তপন কান্দু খুন : আদালতে চার্জশিট জমা দিল সিবিআই

ঝালদা পুরসভার কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় চার্জশিট জমা দিল সিবিআই। সোমবার সিবিআইয়ের আইনজীবী জেলা আদালতে ৩০ পাতার এই চার্জশিটটি জমা করেন৷ চার্জশিটে বলা হয়েছে তপন কান্দু খুনের ঘটনায় অভিযুক্ত সন্দেহে যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকেই অন্যতম অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। গ্রেফতার হওয়া পাঁচজনের জামিন আটকাতেই ৯০ দিনের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই৷ এমনটাই মনে করছে তথ্যভিজ্ঞ মহল। যদিও এই খুনের ঘটনায় এখনও দুই শুটারকে গ্রেফতার করতে পারেনি সিবিআই৷ সিবিআই এর তরফ থেকে তদন্তের জন্য আদালতে আরো কিছুটা সময় চেয়ে আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে ।গত ১৩ মার্চ সান্ধ্যভ্রমণে বেরিয়ে খুন হন ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন কান্দু৷ বাড়ি থেকে প্রায় দিন ছড়া দুরত্বে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তিনি৷ এই খুনের ঘটনার তদন্ত ভার প্রথমে সিটকে দেওয়া হলেও পরে পরিবারের দাবি মেনে হাইকোর্ট সিবিআইকে তদন্ত করার দায়িত্ব দিয়েছিলে।

 

Previous articleNorth Bengal: নেওড়া ভ্যালিতে জোড়া রয়্যাল বেঙ্গল দর্শন! উচ্ছ্বসিত বনকর্মীরা
Next articleবিয়ের বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত ৪০ জন