Indian Football: হংকং-এর বিরুদ্ধে নামার আগেই এএফসি এশিয়ান কাপে যোগ‍্যতা অর্জন করল ভারত

কারণ গ্রুপ বি এর ম্যাচে প্যালেস্টাইন ৪-০ গোলে হারায় ফিলিপিন্সকে।

আর কয়েক ঘন্টা বাদেই যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি এশিয়ান কাপে (AFC Asian Cup) যোগ‍্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে নামছে ভারত (India)। প্রতিপক্ষ হংকং ( Hong Kong)। দুই দলই ছয় পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে, স্রেফ গোল পার্থক্য কম হওয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। কিন্তু মাঠে নামার আগেই এশিয়ান কাপের মূল পর্বের যোগ্যতা অর্জন করে ফেলল ভারত। কারণ গ্রুপ বি এর ম্যাচে প্যালেস্টাইন ৪-০ গোলে হারায় ফিলিপিন্সকে। আর এর ফলে সরাসরি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করল সুনীল ছেত্রী, প্রীতম কোটালরা। নিয়ে পঞ্চমবার এএফসি এশিয়ান কাপের মূল পর্বে টিম ইন্ডিয়া।

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ছ’টি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপের প্রথম স্থানে থাকা দল এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যাওয়া নিশ্চিত। এ ছাড়া ছ’টি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা সেরা পাঁচটি দল এশিয়ান কাপে খেলতে পারবে। ভারতের থেকে কম পয়েন্ট ফিলিপিন্সের। যার ফলে মঙ্গলবার সুনীলরা হংকং-এর বিরুদ্ধে হারলে বা ড্র করলেও সেরা পাঁচ দ্বিতীয় স্থানাধিকারী দল হিসাবে এশিয়ান কাপে খেলা নিশ্চিত ভারতের।

আরও পড়ুন:BCCI: প্রাক্তন ক্রিকেটার, আম্পায়ারদের বাড়ছে পেনশন, ঘোষণা বিসিসিআইয়ের

 

Previous articleআজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে
Next articleকেন্দ্রের ‘জল জীবন মিশন’ প্রকল্পের কাজে দেশের মধ্যে সবচেয়ে খারাপ যোগীর রাজ্য