Saturday, November 22, 2025

উত্তরপ্রদেশে বুলডোজার-রাজ, উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টে চিঠি আইনজীবীদের

Date:

Share post:

যোগী রাজ্যের সাম্প্রতিক অবস্থা নিয়ে এবার দেশের সর্বোচ্চ আদালতের (Supreme Court)দ্বারস্থ আইনজীবীরা। যেভাবে বুলডোজার চালিয়ে একের পর এক বাড়ি ভেঙে ফেলা হচ্ছে তাতে রীতিমত চিন্তায় আইনজীবীরা (Lawyers)। এমনকি পরিস্থিতির দিকে নজর রেখে স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করতে অনুরোধ জানানো হয়েছে সুপ্রিম কোর্টের কাছে।

রাজনৈতিক নেতা নেত্রীদের বিতর্কিত মন্তব্যের জেরে চারিদিকে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত। দেশজুড়ে অশান্তির আবহ তৈরি হয়েছে। একই অবস্থা উত্তরপ্রদেশেও (Uttar Pradesh)। সে রাজ্যের সরকারের তরফ থেকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি মারধোর থেকে শুরু করে নির্বিচারে বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে আদিত্যনাথের সরকার। এবার সরব হলেন ১২ জন আইনজীবী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানাকে (NV Ramana)চিঠি লিখলেন তাঁরা। এই তালিকায় আছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি সুদর্শন রেড্ডি, ভি গোপালা গৌড়া, একে গাঙ্গুলি- সহ নানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা। তাঁরা অভিযোগ করছেন যে প্রতিবাদীদের কথা বলার সুযোগ দিচ্ছে না উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh)। তাঁরা অভিযোগ করছেন যে, আইনকে নিজের মতো করে পরিচালনা করার চেষ্টা করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী স্বয়ং। হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে ইতিমধ্যেই তিনশো জনকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। আইনের নিয়মকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের একাধিপত্য কায়েম করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন তুলে,সুপ্রিম কোর্টের (Supreme Court) হস্তক্ষেপ দাবি করে ১২জন আইনজীবী চিঠি দিয়েছেন রামানাকে।



spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...