Thursday, August 21, 2025

উত্তরপ্রদেশে বুলডোজার-রাজ, উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টে চিঠি আইনজীবীদের

Date:

Share post:

যোগী রাজ্যের সাম্প্রতিক অবস্থা নিয়ে এবার দেশের সর্বোচ্চ আদালতের (Supreme Court)দ্বারস্থ আইনজীবীরা। যেভাবে বুলডোজার চালিয়ে একের পর এক বাড়ি ভেঙে ফেলা হচ্ছে তাতে রীতিমত চিন্তায় আইনজীবীরা (Lawyers)। এমনকি পরিস্থিতির দিকে নজর রেখে স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করতে অনুরোধ জানানো হয়েছে সুপ্রিম কোর্টের কাছে।

রাজনৈতিক নেতা নেত্রীদের বিতর্কিত মন্তব্যের জেরে চারিদিকে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত। দেশজুড়ে অশান্তির আবহ তৈরি হয়েছে। একই অবস্থা উত্তরপ্রদেশেও (Uttar Pradesh)। সে রাজ্যের সরকারের তরফ থেকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি মারধোর থেকে শুরু করে নির্বিচারে বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে আদিত্যনাথের সরকার। এবার সরব হলেন ১২ জন আইনজীবী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানাকে (NV Ramana)চিঠি লিখলেন তাঁরা। এই তালিকায় আছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি সুদর্শন রেড্ডি, ভি গোপালা গৌড়া, একে গাঙ্গুলি- সহ নানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা। তাঁরা অভিযোগ করছেন যে প্রতিবাদীদের কথা বলার সুযোগ দিচ্ছে না উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh)। তাঁরা অভিযোগ করছেন যে, আইনকে নিজের মতো করে পরিচালনা করার চেষ্টা করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী স্বয়ং। হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে ইতিমধ্যেই তিনশো জনকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। আইনের নিয়মকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের একাধিপত্য কায়েম করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন তুলে,সুপ্রিম কোর্টের (Supreme Court) হস্তক্ষেপ দাবি করে ১২জন আইনজীবী চিঠি দিয়েছেন রামানাকে।



spot_img

Related articles

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...