হুগলির জোড়া জুটমিলে দ্রুত উৎপাদন শুরুর আশ্বাস শ্রমমন্ত্রীর

তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার গত ডিসেম্বর মাস থেকে পাটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছিল। যার জেরে পাট শিল্পে বিরাট নেতিবাচক প্রভাব পড়েছে।

খুব শীঘ্রই কাজ শুরু হবে হুগলির গোন্দলপাড়া ও রিষড়া ওয়েলিংটন জুট মিলে। বিধানসভায় এক প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না।

তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার গত ডিসেম্বর মাস থেকে পাটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছিল। যার জেরে পাট শিল্পে বিরাট নেতিবাচক প্রভাব পড়েছে। রাজ্যের একাধিক জুট মিল বন্ধ হয়ে গিয়েছিল। সেই তালিকায় রয়েছে হুগলি জেলার এই দুই মিল।

আরও পড়ুনঃ কমনওয়েলথ গেমসের জন্য প্রাথমিক দল ঘোষণা করল অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া

শ্রমদপ্তরের মধ্যস্থতায় শীঘ্রই এই জোড়া জুট মিল খুলে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Previous articleSunil Chhetri: সুনীলকে সংবর্ধনা ক্রীড়ামন্ত্রীর
Next articleত্রিপুরা উপনির্বাচন: দিলীপ-লকেট-সুকান্ত থাকলেও “অপয়া” শুভেন্দুকে ছেঁটে দিল বিজেপি