কমনওয়েলথ গেমসের জন্য প্রাথমিক দল ঘোষণা করল অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া

২৮ জুলাই থেকে ১০ আগাস্ট পর্যন্ত হবে এবারের কমনওয়েলথ গেমস। দেশের প্রথম সারির সব অ্যাথলিটই রয়েছেন কমনওয়েলথ গেমসের দলে।

আসন্ন কমনওয়েলথ গেমসের (Commonwealth Games)  জন্য ৩৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া ( Athletics Federation of india)। এই ৩৭ সদস‍্যের দলে রয়েছেন টোকিও অলিম্পিক্স সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ( Neeraj Chopra)। ২৮ জুলাই থেকে ১০ আগাস্ট পর্যন্ত হবে এবারের কমনওয়েলথ গেমস। দেশের প্রথম সারির সব অ্যাথলিটই রয়েছেন কমনওয়েলথ গেমসের দলে।

এদিন এই নিয়ে অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি বলেন, “আমাদের নিয়ম খুব পরিষ্কার। সকলকে আন্তঃরাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। আমরা শুধু নীরজ চোপাড়া, সীমা পুনিয়া এবং অবিনাশ সাবলকে বিদেশের প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দিয়েছিলাম।”

এদিকে কয়েকজন অ্যাথলিটের গেমসে অংশগ্রহণ নির্ভর করছে বিদেশে কয়েকটি প্রতিযোগিতার ফলাফলের উপর। তাঁরা এখনও কমনওয়েলথ গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে পারেননি। তাঁরা যোগ্যতা অর্জন করতে পারবেন ধরে নিয়েই দল ঘোষণা করেছে অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার।

আরও পড়ুন:Kl Rahul: রাহুলকে চিকিৎসা করাতে জার্মানি পাঠাচ্ছে বিসিসিআই : সূত্র

 

 

Previous articleনতুন বোতলে পুরনো মদ, মানিক সাহার শাসনেও চরিত্র বদলায়নি বিজেপি! টুইটে তোপ অভিষেকের
Next articleটোটো ভোলবদলে হবে ই-রিকশা, বিধানসভায় মন্তব্য ফিরহাদের