ইংল্যান্ডের ( England) বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে ব্রিটিশ মুলুকে রওনা দিল বিরাট কোহলি (Virat Kohli), চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara), যশপ্রীত বুমরাহরা (Jasprit Bumrah)। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল বিসিসিআই (BCCI)। টিম ইন্ডিয়া এদিন মুম্বই থেকে লন্ডনের বিমান ধরে। আর সেই ছবি শেয়ার করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

— BCCI (@BCCI) June 16, 2022
করোনার কারণে গত মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় পঞ্চম টেস্ট। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল কোহলির ভারত । গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম তথা শেষ টেস্ট ছিল ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। সেই বাতিল হওয়া ম্যাঞ্চেস্টার টেস্ট হবে ১-৫ জুলাই বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে। তবে এই ম্যাচে নামার আগে আগামী ২৪-২৭ জুলাই লেস্টারশায়ারের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট শেষ হওয়ার পরই ভারত-ইংল্যান্ড সীমিত ওভারের ক্রিকেট ম্যাচ খেলবে। তিনটি টি-২০ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা।

England bound ✈️
📸 📸: Snapshots as #TeamIndia takes off for England. 👍 👍 pic.twitter.com/Emgehz2hzm
— BCCI (@BCCI) June 16, 2022
আরও পড়ুন:Rahul Tewatia : ভারতীয় দলে সুযোগ পাননি, হতাশ রাহুল
