অসমে বন্যা পরিস্থিতির অবনতি, পাশে থাকার আশ্বাস মোদির

বর্ষার প্রথম ধাক্কাতেই বিপর্যস্ত উত্তর পূর্বের একাধিক রাজ্য। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে অসম ( Assam)। এই অবস্থায় পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি জানিয়েছেন এই পরিস্থিতিতে তিনি সবরকমের সাহায্য করবেন অসম সরকারকে। বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে অসমে, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা (Death)। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গিয়েছে অসমে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫। রাজ্য সরকার ইতিমধ্যে প্রায় দেড় লক্ষ মানুষকে ৫১৪টি ত্রাণশিবিরে থাকবার ব্যবস্থা করেছে। জানা গিয়েছে, হোজাই জেলায় দুর্গতদের উদ্ধারের সময়ে একটি নৌকাডুবিতে নিখোঁজ হয়েছে তিন শিশু। ফুঁসছে ব্রহ্মপুত্র নদ (River Brambhaputra)। একাধিক জায়গায় বিপদসীমার উপর দিয়ে বইছে নদী। উদ্ধারকাজে সেনাবাহিনীর অতিরিক্ত দল পাঠানো হয়েছে।

প্রাণহানি, সম্পত্তির ক্ষতির পাশাপাশি বিপুল পরিমাণ চাষের ক্ষতি হওয়ায় চিন্তা বাড়ছে সরকারের। সূত্রের খবর, প্রায় ৬৬,৪৫৫ হেক্টর চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এর ফলে খাদ্যশস্যের সংকটে পড়তে পারে রাজ্য। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ৩২টি জেলা কমবেশি ক্ষতিগ্রস্ত হলেও তার মধ্যেও মারাত্মক ক্ষতি হয়েছে বজলি, বক্সা, বরপেটা, গোয়ালপাড়া, কামরূপ, করিমগঞ্জ, লখিমপুর, মাজুলি, নগাঁও, নলবাড়ি, শিবসাগরের। অসমের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে (Himanta Biswa Sarma) ফোন করেন। মুখ্যমন্ত্রীকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। মেঘালয়েও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত এক সপ্তাহে ধসে আর বজ্রপাতের জেরে মেঘালয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে । গত ২৭ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি হয়েছে মেঘালয়ের চেরাপুঞ্জিতে। অন্যদিকে বন্যার কবলে বিধ্বস্ত পড়শি রাজ্য ত্রিপুরাও। ইতিমধ্যে ১০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। আগরতলা গত ৬০ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে বলে মনে করা হচ্ছে ।

 

Previous articleভুলেও কোরো না ভুল, উৎপল সিনহার কলম
Next articleমাঝ আকাশে বিমানে আগুন, পাইলটের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা