India Team: বৃষ্টির জন‍্য বাতিল ভারত-দক্ষিণ আফ্রিকার পঞ্চম টি-২০ ম‍্যাচ, সিরিজের ফলাফল ২-২

সিরিজ সেরা ভুবনেশ্বর কুমার।

বৃষ্টির জন‍্য বাতিল ভারত-দক্ষিণ আফ্রিকার (India-South Africa)পঞ্চম টি-২০(T-20) ম‍্যাচ। সিরিজের ফলাফল ২-২।

বেঙ্গালুরুতে বৃষ্টির জেরে বাতিল হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকার পঞ্চম টি-২০ ম্যাচ। ২-২ অমিমাংসিত ভাবে শেষ হল এই সিরিজ। যার ফলে দুই দলের মধ্যে ভাগ হল ট্রফি। খেলার শুরু থেকেই বৃষ্টি নিয়ে আশঙ্কা ছিল। আর সেই আশঙ্কাই হয়ে গেল সত্যি। বৃষ্টির জন্য খেলা কিছুটা সময় দেরীতে শুরু হয়। ঠিক হয়, ১৯ ওভারের ম্যাচ হবে দুই দলের মধ্যে। সেই অনুযায়ী খেলাও শুরু হয়েছিল। ৩ ওভার ৩ বল খেলা হয়। এর মধ্যেই ২ উইকেট তুলে নেয় প্রোটিয়ারা। ৭ বল খেলে ঈশান কিষান ১৫ রান করে ক্লিন বোল্ড হয়ে যান লুঙ্গি এনগিডির বলে। অপর ওপেনার রুতুরাজ গায়কোয়াড  ফিরে যান ১২ বলে ১০ রান করে। রুতুরাজও শিকার হন সেই এনগিডির। কিন্তু এরপর ফের বৃষ্টি নামে। এরপর ঠিক হয় যে, খেলা শুরু হবে রাত ১০.০২ মিনিটে। পাঁচ ওভার করে ১০ ওভারের ম্যাচ হবে। কিন্তু লাগাতার বৃষ্টিতে আর খেলা শুরুই করা যায়নি। যার ফলে সিরিজের ফলাফল রইল ২-২।

আরও পড়ুন:মহিলা ক্রিকেটারকে যৌন হেনস্থা, অভিযুক্ত কোচকে সাসপেন্ড করল পিসিবি

 

 

Previous articleআগরতলাবাসীকে দুয়ারে সরকারের পাঠ দিলেন কলকাতার দুই তৃণমূল কাউন্সিলর অয়ন-শচীন
Next articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ