Friday, August 22, 2025

Chingrighata: সীমানা জটিলতা কাটাতে, মানচিত্র তৈরি করছে বিধাননগর পুলিশ

Date:

Share post:

কার এক্তিয়ার কতটুকু এই সমস্যা দীর্ঘ দিনের কিন্তু কিছুতেই মিলছিল না সমাধান। এবার ম্যাপে এঁকে নিজেদের এরিয়া বুঝে নিতে পদক্ষেপ করল বিধাননগর পুলিশ (Bidhannagar police)। সীমানা চিহ্নিতকরণ সম্পূর্ণ হলে বাইপাসের (EM Bypass) উপরে চিংড়িঘাটার অংশটি পাকাপাকি ভাবে কলকাতা পুলিশের (Kolkata police) অধীনে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

হঠাৎ এরিয়া বাছাই করতে হঠাৎ উঠে পড়ে লাগল কেন পুলিশ? বেলেঘাটার বিল্ডিং মোড় ও সল্টলেকের জলবায়ু বিহারের সংযোগস্থলের ফুটব্রিজ থেকে চিংড়িঘাটা উড়ালপুলে ওঠার আগের বেশ কিছুটা অংশ কোন পুলিশের এক্তিয়ারের মধ্যে পড়ছে? এই নিয়ে কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশের মধ্যে দীর্ঘ দিনের জটিলতা। সূত্রের খবর, ওই ১৩০ মিটার অংশে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব বিধাননগর (দক্ষিণ) থানার পুলিশের আর ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব কলকাতা পুলিশের। কিন্তু দুর্ঘটনা ঘটলে কোন পুলিশ তদন্ত করবে তা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্দেশ দেন, চিংড়িঘাটার পথ নিরাপত্তার দায়িত্ব কলকাতা ও বিধাননগর পুলিশকে নিজেদের মধ্যে বোঝাপড়া করে সামলাতে হবে। সেইমতো বর্তমানে সীমানা নির্ধারণের মানচিত্র তৈরির কাজ শুরু হয়েছে। আর সেই কাজে যুক্ত করা হয়েছে বিধাননগর পুরসভাকেও । চিংড়িঘাটার ওই জায়গায় পুরসভার কর্মী ও আধিকারিকেরা এলাকার জমির দাগ নম্বর-সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন। কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে যে বর্তমানে চিংড়িঘাটার ওই ১৩০ মিটার অংশে ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে বেলেঘাটা ট্র্যাফিক গার্ড (Beleghata Traffic Guard)। কিন্তু আইন-শৃঙ্খলারক্ষার কাজের ক্ষেত্রে ওই জায়গাটি কোন কোন থানা এলাকার মধ্যে কতটা করে ঢুকবে, তা নিয়েই চলছে জল্পনা। দাগ নম্বর ধরে জমিগুলি চিহ্নিত করার কাজ চলছে। জমিগুলি চিহ্নিত করতে পারলেই ওই ১৩০ মিটার অংশ কতগুলি থানার মধ্যে ঢুকবে সেটা বুঝতে পারা যাবে।সেইমতো সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে।



spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...