Corona in Bangladesh: স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধি দফতর (মাউশি)।

খায়রুল আলম, ঢাকা

আবারও দেশে অতিমারি করোনা (corona)ভাইরাসের বাড়বাড়ন্ত। আক্রান্তের সংখ্যা (active case) বাড়ছে প্রতিদিন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধি দফতর (মাউশি)।

বৃহস্পতিবার  অর্থাৎ ২৩ জুন মাউশির সহকারী পরিচালক (প্রশাসন) রূপক রায়ের (Rupak Roy) স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া আটকাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধি দফতর এর অধীনস্থ অফিসের কর্মচারীদের এবং, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে নিজেদের কর্মক্ষেত্রে যেতে হবে। নিয়ম মানা না হলে সে ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধি দফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১৯ জন। এই নিয়ে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৬০ হাজার ৫২৮ জন।  দেশে অ্যাক্টিভ কেস ১৪. ৩২ শতাংশ। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে একজনের। দেশে মোট মৃত্যু ২৯ হাজার ১৩৫ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম  মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন ২৬৪ জন করে মারা যান। ফলে চিন্তা বাড়ছে দেশের।

 



Previous articleতলব পেতেই ইডির দফতরে হাজিরা দিলেন অভিনেতা দেব
Next articleনিরাপত্তায় বৈষম্য কেন্দ্রের, রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী পেলেন Z+, যশবন্তের শুধুই Z