Sachin Tenldulkar: ৮৩’র বিশ্বকাপ জয় নিয়ে আবেগঘন বার্তা সচিনের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

এই বিশ্বকাপ জয় সচিনকে ক্রিকেটে আসতে অনুপ্রেরিত করেছিল, তা তিনি আগেও জানিয়েছেন।

১৯৮৩ সালে আজকের দিনেই কপিল দেবের (Kapil Dev) হাত ধরে প্রথম বিশ্বকাপ জয় (World Cup) করেছিল ভারত (India)। ৩৯ বছর আগে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে উঠতি ক্রিকেটারদের নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন কপিল দেব, সুনীল গাভাস্কররা। সেই বিশ্বকাপ জয় গোটা দেশকে আনন্দ দিয়েছিল।আর সেই বিশ্বকাপ জয়ে সকল দেশবাসির মত আনন্দে মজেছিলেন মুম্বইয়ের এক ছোট্ট শিশু, যিনি আজকে সচিন তেন্ডুলকর। এই বিশ্বকাপ জয় সচিনকে ক্রিকেটে আসতে অনুপ্রেরিত করেছিল, তা তিনি আগেও জানিয়েছেন। আর এবার এই বিশ্বজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে একটি নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা পোস্ট করলেন সচিন। লিখলেন,জীবনের কিছু মুহুর্ত আপনাকে অনুপ্রেরিত করে এবং আপনাকে স্বপ্ন দেখাতে শেখায়।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় কপিল দেবের বিশ্বকাপ ধরে থাকার সেই আইকনিক ছবি এবং কবির খান পরিচালিত ৮৩ সিনেমার একটি অংশের স্ক্রিনশট তুলে ছবি পোস্ট করে লিখেছেন, “জীবনের কিছু মুহুর্ত আপনাকে অনুপ্রেরিত করে এবং আপনাকে স্বপ্ন দেখাতে শেখায়। ১৯৮৩ সালে আজকের দিনে, আমরা প্রথমবার বিশ্বকাপ জিতেছিলাম। সেই মুহুর্ত থেকে আমি জানতাম, আমাকেও এটি করতে হবে।”

আরও পড়ুন:Florentin Pogba: ‘মোহনবাগানের মতো বিশাল সমর্থক সমৃদ্ধ ক্লাবে খেলব এটা ভেবে রোমাঞ্চিত হচ্ছি’, বললেন পোগবা

 

 

Previous articleকাল পাহাড়ে জিটিএ নির্বাচন, প্রশাসনিক স্তরে শেষ মুহূর্তের প্রস্তুতি
Next articleমুখ্যমন্ত্রীর উদ্যোগে আলিপুর জেলাশাসকের কার্য্যালয়ে রবীন্দ্র-নজরুল সন্ধ্যা