Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) ভারতীয় শিবিরে ফের করোনার থাবা। আক্রান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মা। হোটেলের ঘরেই  রয়েছেন কোয়ারেন্টাইনে। শনিবার মধ‍্যরাতে টুইট করে জানাল বিসিসিআই।

২) বড় সিদ্ধান্ত নিল উইম্বলডন আয়োজকরা। ইউক্রেনের উদ্বাস্তুদের পাশে দাঁড়ালেন তারা। ইউক্রেনের উদ্বাস্তু বা কোভিড যোদ্ধাদের বিনামূল্যে উইম্বলডন দেখার সুযোগ দিচ্ছে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব।

৩) রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে আরেক টিম ইন্ডিয়া। আইরিশদের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। ‘দায়িত্ব নিতে পছন্দ করি’, আয়ারল্যান্ড ম‍্যাচে আগে বললেন নেতা হার্দিক।

৪) এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুড়ল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍‍্যাচ জিতে সিরিজ জিতে নিলেন হরমনপ্রীত কৌররা। তিন ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেল ২-০। শনিবার লঙ্কানদের বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতল ভারতের মহিলা দল।

৫) ‘এটিকে মোহনবাগানের মতো বিশাল সমর্থক সমৃদ্ধ ক্লাবে খেলব এটা ভেবে রোমাঞ্চিত হচ্ছি’, বললেন ফ্লোরেন্তিন পোগবা। ফ্লোরেন্তিনকে দলে পেয়ে দারুন খুশি এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

 

Previous articleআজ ত্রিপুরা উপনির্বাচনের ফলাফল
Next articleপাহাড়ে আজ জিটিএ নির্বাচন, শুরু ভোটগ্রহণ