১০ বছর পরে উৎসবের মেজাজে, শান্তিপূর্ণভাবে ভোট হল পাহাড়ে

দীর্ঘ প্রায় এক দশক পরে ভোট হল পাহাড়ে (GTA Election 2022)। রবিবার ১০ বছর পর ফের জিটিএ নির্বাচন (GTA Election ) হল। । সকাল থেকেই উৎসবের মেজাজে ভোটগ্রহণ শুরু হয়েছিল। এদিন ভোট হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদেও। তবে এতদিন পরে ভোট হলেও গোটা নির্বাচনী প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে রাখলেন বিমল গুরুং ।

জিটিএর মোট আসন সংখ্যা ৪৫। মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৩২৬ জন। জিটিএ-র ৪৫টি আসনের মধ্যে ১০টিতে লড়াই করছে তৃণমূল। ৪৫টি আসনের প্রতিটিতেই প্রার্থী দাঁড় করিয়েছে হামরো পার্টি। অন্য দিকে, অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৩৬টি আসনে প্রার্থী দিলেও বহু আসনে নির্দলদের সমর্থন করেছে। অন্যদিকে বামেরা ১২ টি আসনে এবং কংগ্রেস ৫ আসনে প্রার্থী দিয়েছিল।

এর পাশাপাশি রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের ৯টি আসনেও ভোট হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে শিলিগুড়ি-সহ গোটা পাহাড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আগামী বুধবার জিটিএ নির্বাচনের ফল গণনা হবে।

 

Previous articleআলিয়া কি রণবীরের দ্বিতীয় স্ত্রী! প্রথম স্ত্রীর কথা স্বীকার করলেন RK
Next articleসোমবার স্কুল খুলছে, কোভিড বিধি মেনে চলতে কড়া নির্দেশ নবান্নর