Corona: উদ্বেগের মাঝে স্বস্তি! কমল দৈনিক আক্রান্তের সংখ্যা 

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯২ হাজার ৫৭৬ জন। এই সংখ্যাটা খানিকটা বেড়েছে বটে। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন।

গত কয়েকদিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। গত কয়েকদিন ধরে ১৬-১৭ হাজারের মধ্যে ঘোরাফেরা করছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। আজ অনেকটাই স্বস্তি। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কমল সামান্য, আপাতত তা দাঁড়িয়েছে ১১ হাজারের ঘরে।

যেভাবে দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে করোনার চতুর্থ ঢেউ নিয়ে উদ্বেগ আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। দেশের সক্রিয় রোগীর সংখ্যা বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃত্যু(Death in Corona)। তবে রবিবারের পরিসংখ্যান কিছুটা হলেও আশ্বস্ত করছে চিকিৎসক মহলকে। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৩৯ জন। যা গতকালের থেকে অনেকটাই কম। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯২ হাজার ৫৭৬ জন। এই সংখ্যাটা খানিকটা বেড়েছে বটে। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯৯৯। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৮ শতাংশ।