Wednesday, August 20, 2025

উপনির্বাচনে  ভরাডুবির পর দিল্লি বিজেপিতে কোন্দল  প্রকাশ্যে

Date:

Share post:

উপনির্বাচনে হারের পর দিল্লি বিজেপিতে কোন্দল  প্রকাশ্যে।দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তার অধীনে রাজিন্দর নগর এবং পাঁচটি এমসিডি ওয়ার্ড সহ উপনির্বাচনে ছটি আসনেই পরাজয় হয়েছে । আর এরপরই  বিজেপির অন্দরে অসন্তোষ বাড়তে শুরু করেছে।

২০২০  সালের জুনে, আদেশ গুপ্তা দিল্লিতে বিজেপির সভাপতি হিসাবে দায়িত্ব  নিয়েছিলেন।সূত্রের খবর, দলের অনেক নেতাই এখন দিল্লিতে তাঁর বিরুদ্ধে  প্রচার শুরু করার কথা জানিয়েছেন। গত বছরের মার্চে, দিল্লি এমসিডি উপনির্বাচনের সময়ে বিজেপি তার শক্ত ঘাঁটি শালিমার বাগ সহ পাঁচটি আসন হারিয়েছিল। এর আগে এই পাঁচটি আসনে বিজেপি জিতেছিল। রবিবার রাজিন্দর নগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পরাজয়ের পরে দিল্লি বিজেপিতে বিক্ষোভ বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন- বন্যাবিধ্বস্ত অসমে ১৫০ টাকায় বিকোচ্ছে জল, হিমন্ত ব্যস্ত মহারাষ্ট্রে সরকার ফেলতে

বিজেপির প্রাক্তন মিডিয়া প্যানেলিস্ট এবং বিজেপি নেতা রাহুল ত্রিবেদী টুইট করেছেন: “দিল্লি বিজেপির আত্মদর্শন দরকার। কী কারণে আমরা দেশের প্রতিটি অঞ্চলে নির্বাচনে জিতেছি, কিন্তু যখন দিল্লির কথা আসে, আমাদের শুধুমাত্র পরাজয়ের মুখোমুখি হতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক প্রবীণ নেতা বলেছেন, দিল্লিতে ভোটার ও দলের মধ্যে দূরত্ব বাড়ছে, দায়িত্ব ঠিক করতে হবে।

কেএস দুগ্গাল নামে আর এক কর্মী টুইটারে লিখেছেন, “সভা মন্থন নয়, রাজিন্দর নগর বিধানসভার পরাজয়ের বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।” সিনিয়র নেতারা অনেকেই স্বীকার করেছেন যে কৌশল পরিবর্তন করতে হবে। বিজেপির এক নেতার বক্তব্য, নির্বাচনী প্রচারের প্রাথমিক পর্যায়ে সিনিয়র নেতাদের সঙ্গে মিডিয়ার সঠিক যোগাযোগ ছিল না। শুধুমাত্র বড় নেতাদের রোডশোর উপর নির্ভর করা ঠিক নয়। জনসংযোগ আরও বাড়াতে হবে। জনগণকে বিকল্প দেওয়ার পরিবর্তে আমরা সবকিছুর জন্য কেজরিওয়ালকে দোষারোপ করতে থাকি।”

spot_img

Related articles

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...