Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) মঙ্গলবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ‍্য টিম ইন্ডিয়ার অধিনায়ক হার্দিক পান্ডিয়ার।

২) জয় দিয়ে উইম্বলডনের অভিযান শুরু করলেন নোভাক জোকোভিচ। যদিও প্রথম রাউন্ডেই একটি সেট তাঁকে খোয়াতে হয় সুনয়ু ওনের কাছে। জকোভিচ ২ ঘণ্টা ২৭ মিনিটে চার সেটের লড়াই জেতেন ৬-৩, ৩-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে।

৩) শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা হল না ভারতের । তিন ম‍্যাচের টি-২০ সিরিজের শেষ ম‍্যাচে ৭ উইকেটে হারল হরমনপ্রীত কৌরের দল। যদিও এক ম‍্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরেছিল টিম ইন্ডিয়া। সিরিজের ফলাফল ২-১।

৪) যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়ালেন হাবার্ট হুরকাজ। প্রতিযোগিতা শুরুর আগে হুরকাজ জানালেন, উইম্বলডনে যতগুলি এস সার্ভিস করবেন, তত শো ইউরো দান করবেন ইউক্রেনকে।

৫) ভারতীয় দলে যোগ দিতে ইংল‍্যান্ড উড়ে গেলেন ময়ঙ্ক আগরওয়াল। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন ময়ঙ্ক নিজেই। চোটের কারণে ইংল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছেন কেএল রাহুল। অপরদিকে করোনায় আক্রান্ত হয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Previous articleআজ আসানসোলে মুখ্যমন্ত্রীর কর্মিসভা
Next articleখড়গপুরে শুটআউট! জখম তৃণমূল নেতা