Corona: সামান্য স্বস্তি দিয়ে কমল করোনায় দৈনিক সংক্রমণ

দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬,৭০০। তবে দেশের তুলনায় এই রাজ্যে করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে। গতকালও সংক্রমিত হয়েছিলেন ৫৫১ জন।গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় তা বেড়ে প্রায় দ্বিগুণ হল।

লাফিয়ে বাড়ছিল করোনা (Corona), এখনও সার্বিক গ্রাফ ঊর্ধ্বমুখী। তবুও তারই মধ্যে খানিক স্বস্তি মিলল গত ২৪ ঘণ্টার রিপোর্টে। অনেকটাই কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Central health Ministry) তরফে যে বুলেটিন দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে ,গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Corona) আক্রান্ত ১১,৭৯৩ জন। এই সংখ্যাটা গত কয়েকদিনের নিরিখে অনেকটাই কম।

১৭ হাজার থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে প্রায় ১২ হাজারের ঘরে। তবুও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না এখনই। একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৯৫৪ জন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬,৭০০। তবে দেশের তুলনায় এই রাজ্যে করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে। গতকালও সংক্রমিত হয়েছিলেন ৫৫১ জন।গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় তা বেড়ে প্রায় দ্বিগুণ হল। অন্যদিকে আবার অ্যাকটিভ কেস নিয়ন্ত্রণ না করা গেলে সামগ্রিকভাবে কোভিড গ্রাফে স্বস্তি মিলবে না বলেই মত প্রকাশ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভয়ের কোনও কারণ নেই কিন্তু সতর্ক থাকতে হবে। গত কালকের তুলনায় সামান্য বেড়েছে মৃত্যুহার। সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৭ লক্ষ ৯৭ হাজার ৯২ জন। মোট মৃত্যু ৫ লক্ষ ২৫হাজার ৪৭ জনের। তাই চিন্তা বাড়ছে স্বাস্থ্য মন্ত্রকের।



Previous articleআগ্নেয়াস্ত্র হাতে স্যোশাল মিডিয়ায় হুমকি দিয়ে গ্রেফতার, কারণ শুনে হতবাক পুলিশ
Next articleকরোনার উদ্বেগের মাঝেই চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স