Monday, August 25, 2025

মহারাষ্ট্রে মহানাটক প্রায় শেষ পর্যায়ে। শিবসেনারই একাংশ বিদ্রোহ করেছে । টানা আটদিনের টান টান উত্তেজনার পর অবশেষে পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এনসিপি-কংগ্রেসের জোট ভেঙে বেরিয়ে এসে বিজেপির সঙ্গে মিলে সরকার গড়ার ডাক দিয়েছেন একনাথ শিন্ডে। তবে এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ফের প্রকাশ্যে আসছে উদ্ধবের ছোটো পুত্র তেজস ঠাকরের নাম। নিশ্চয়ই ভাবছেন কেন ?

আসলে তেজস একজন পরিবেশবিদ ও সংরক্ষণবাদী। একাধিক প্রাণীর নামকরণ হয়েছে তেজসের নামে!কিন্তু কেন? ২০২১ সালে তেজস তৈরি করেন Thackeray Wildlife Foundation! ২০১৯ সালে মহারাষ্ট্রের পশ্চিমঘাটে একটি নতুন প্রজাতির সাপ আবিষ্কার করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছোটো ছেলে তেজস। তারই নামে সাপটির নাম হয় বোইগা ঠাকরে!

এই নতুন প্রজাতির সাপের সন্ধান পাওয়ার পিছনে তেজসের বিশেষ অবদান রয়েছে। তাই ওই সাপের প্রজাতির নামে তাঁর নাম রাখা হয়েছে। পুনে-ভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের পরিচালক ভরদ গিরি জানিয়েছেন, এই প্রজাতির সাপ ‘বিড়াল সাপ’ প্রজাতির অন্তর্গত এবং ‘বোইগা’ বংশের সঙ্গে সম্পর্কযুক্ত। তিনি বলেছেন, ‘‘এই ধরনের সাপ সারা দেশেই পাওয়া যায়। কিন্তু কয়েকটি বিশেষ প্রজাতি পশ্চিমঘাটেই পাওয়া যায়।”

আরও পড়ুন- আদালত অবমাননার অভিযোগ, ডিজি-সহ ৩ পুলিশকর্তাকে শোকজ বিচারপতির

তেজসের বড় ভাই এবং শিবসেনার যুব শাখার প্রধান আদিত্য ঠাকরে সেই সময় সাপের একটি ছবি ট্যুইটারে পোস্ট করেন। “Boiga thackerayi! আমার ভাই, তেজস পশ্চিমঘাটে সাপের এই সুন্দর প্রজাতিটি আবিষ্কার করেছেন! ওরই নামে এর নাম,” ট্যুইটে লেখেন তিনি। “গত ১২৫ বছরে পশ্চিমঘাট এই প্রথম বোইগা পাওয়া গেল! শুধুমাত্র গাছের ব্যাঙ এবং তাদের ডিম খায় এই সাপ,” জানান আদিত্য।

তেজস ঠাকরে এবং তাঁর দল কর্ণাটকের মধ্য-পশ্চিম ঘাটের সাক্লেশ্বর থেকে একটি নতুন প্রজাতির নিশাচর টিকটিকিও আবিষ্কার করেন, যার গলার স্বর অত্যন্ত তীব্র। তেজসের নামে ওই টিকটিকির নাম রাখা হয় Cnemaspis thackerayi। এর আগে ২০১৬ সালে, মিষ্টিজলের ৫ ধরনের কাঁকড়ার প্রজাতি আবিষ্কার করেন তেজস। এই পাঁচটি প্রজাতির মধ্যে একটির নামকরণ করা হয় Gubernatoriana thackerayi। ২০২০ সালে তেজস ও তাঁর দল Schistura hiranyakeshi নামের এক নতুন প্রজাতির মাছও আবিষ্কার করেন।

 

 

Related articles

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...
Exit mobile version