থাকা হল না নতুন বাড়িতে! কফিনবন্দি হয়ে ফিরছেন বনগাঁর সেনা জওয়ান

গত এপ্রিলে বাড়ি এসেছিলেন। কথা দিয়েছিলেন জুলাই মাসে আবার বাড়ি আসবো। সেই কথামতো বাড়ি ফিরবেন বনগাঁর সন্তু বন্দ্যোপাধ্যায়। কিন্তু বেঁচে নয়, ফিরবেন কফিনবন্দি হয়ে। এমনটা হবে এটা কল্পনা করতে পারেননি কেউই। কিন্তু বর্তমানে এহেন দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী থাকলো বনগাঁর শ্রীপল্লীর সন্তু বন্দ্যোপাধ্যায়ের পরিবার।

টাকা জমিয়ে নতুন বাড়ি বানাচ্ছিলেন সন্তুরা। বাড়ির কাজ প্রায় শেষের মুখেই। নিহত জওয়ানের বাবা গোপাল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মাস তিনেক আগে বাড়ি এসেছিল। বলেছিল, জুলাই মাসে আসব। ঘরগুলোর কাজ শেষ করব।’ এর মধ্যে বাড়ির কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু নতুন বাড়িতে থাকা হল না সন্তুর। কাঁদতে কাঁদতে স্ত্রী জয়া বলেন, ‘কত স্বপ্ন ছিল। নতুন ঘরে থাকব। ঘরের সব কাজ শেষ হয়ে গিয়েছিল।’

প্রসঙ্গত, সম্প্রতি মণিপুরে ভূমিধসের কারণে মৃত্যু হয়ে বহু মানুষের। শ্রমিকের পাশাপাশি একাধিক সেনা জওয়ান মৃত্যুবরণ করে আর তাদের মধ্যে একজন ছিলেন উত্তর চব্বিশ পরগনার বনগাঁর বাসিন্দা সন্তু বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে সন্তুর মৃত্যুর খবর এসে পৌঁছয় ব্যারাকপুরের বাড়িতে। সেই থেকে শোকের ছায়া এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

আরও পড়ুন- নির্মম! সন্দেহের বসে দুই শিশুকে শিকল দিয়ে বাঁধলেন এক মহিলা

 

 

 

Previous articleAtk Mohunbagan: নেইমার-কুটিনহোদের বিরুদ্ধে খেলেছেন, আর এবার বাগানের জার্সি গায়ে মাঠে নামতে মরিয়া হামিল
Next articleMithali Raj: মোদির চিঠি পেয়ে উচ্ছসিত মিতালি