উদয়পুরে কানহাইয়ালাল তেলির(Kanhaiyalal Teli) মতোই মর্মান্তিক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের(Maharashtra) অমরাবতীতেও(Amaravati)। গত ২১ জুন মহারাষ্ট্রের অমরাবতীতে ৫৪ বছরেরে এক কেমিস্টকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। অনুমান করা হচ্ছে এই ঘটনাতেও রয়েছে নূপুর শর্মা(Nupur Sharma) যোগ। তার জেরেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) নির্দেশে উদয়পুরের পর অমরাবতী হত্যাকাণ্ডেও তদন্তের দায়িত্ব নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(NIA)।

গত ২১ জুন বছর ৫৪-র ওই কেমিস্ট উমেশ প্রহ্লাদকর কোলহেকে একই কায়দায় গলার নলি কেটে খুন করা হয়। অনুমান করা হচ্ছে, নূপুর শর্মার সমর্থনে কিছু পোস্ট করার জন্যই রোষের শিকার হয়েছেন তিনি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমে সন্দেহের ভিত্তিতে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে টুইট করে জানানো হলো এই মামলা তদন্তভার হাতে তুলে নিচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা।

MHA has handed over the investigation of the case relating to the barbaric killing of Shri Umesh Kolhe in Amravati Maharashtra on 21st June to NIA.
The conspiracy behind the killing, involvement of organisations and international linkages would be thoroughly investigated.
— गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) July 2, 2022
উল্লেখ্য, সম্প্রতি রাজস্থানের উদয়পুরে নিজের দোকানে খুন হন পোশাকনির্মাতা কানাইয়া লাল তেলি। এই ঘটনায় দুই অভিযুক্ত গোস মহম্মদ ও রিয়াজ আখতারিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের সঙ্গে কোনও সন্ত্রাসবাদী সংগঠনের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এনআইএ (NIA) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ পাশাপাশি অমরাবতী কাণ্ডেও একই যোগসূত্র রয়েছে অনুমান করে তদন্ত ভার তুলে দেওয়া হলো এনআইএ-র কাঁধে।
