ভাটপাড়ায় শুটআউট! নিহত ইমারতি ব্যবসায়ী

ভাটপাড়ায় ফের প্রকাশ্যে চলল গুলি! শনিবার সকালে ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডে সালামউদ্দিন আনসারি ওরফে মুকুল (২৪) নামে ইমারতি দ্রব্যের এক ব্যবসায়ীকে গুলি করার ঘটনা ঘটে। মৃত্যু হয় ব্যবসায়ীর। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।


আরও পড়ুন:ভূমিকম্পে কেঁপে উঠলো গোটা উত্তরবঙ্গ

প্রত্যক্ষদর্শীদের কথায়, শনিবার সকালে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন মুকুল। সেইসময় ইমারতি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতী। এলোপাথাড়ি গুলি চালায় তারা। মুকুলের  মাথায় ও শরীরের অন্য জায়গায় গুলি লাগে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।


পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। মৃত্যুর নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ না কি ব্যবসায়িক শত্রুতা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



Previous articleঅশোক ঘোষের জন্মবার্ষিকীতে ফরওয়ার্ড ব্লকে ফাটল আরও দৃঢ়, নরেন-ভিক্টর কাজিয়া তুঙ্গে
Next articleSourav Ganguly: পন্থ-জাদেজার লড়াকু ব‍্যাটিং-এর প্রশংসায় সৌরভ, টুইট করে জানালেন কত রান করতে হবে ভারতকে