সাময়িক ভাবে বন্ধ করা হল অমরনাথ যাত্রা। আবহাওয়ার খারাপ হওয়ার জেরেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন এক আধিকারিক। আপাতত পহেলগাঁওয়ে নুনওয়ান বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের এগোতে দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন:করোনার নয়া ভ্যারিয়েন্টের খোঁজ বাংলা সহ দেশের ১০ রাজ্যে! উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক

এ প্রসঙ্গে এক আধিকারিক জানান, তীর্থযাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত। আপাতত নুনওয়ান বেস ক্যাম্প থেকে এগোতে দেওয়া হচ্ছে না। বর্তমানে ক্যাম্পে তিন হাজার তীর্থযাত্রী রয়েছেন।

প্রসঙ্গত, গত মাসের ৩০ জুন থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন বহু তীর্থযাত্রী। প্রশাসন সূত্রের খবর, ৬৫ হাজারেরও বেশি তীর্থযাত্রী দর্শন করেছেন। আগামী ১১ আগস্ট এই তীর্থযাত্রার শেষ দিন।
