Tuesday, January 13, 2026

একবছরে ২৫০টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, তীব্র প্রতিবাদ অভিষেকের

Date:

Share post:

বুধবার ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করেছে মোদি সরকার।  একবছরে ২৫০ টাকা রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রকে তীব্র আক্রমণ করে টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন:মধ্যবিত্তর হেঁশেলে টান! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম


টুইটে অভিষেক লেখেন, ‘নতুন ভারতের এটাও একটা দিন, একবছরে ২৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। ডলার প্রতি টাকার দাম কমে দাঁড়াল ৭৯.৮৬।’


অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে টুইট করা হয়। টুইটে লেখা হয়, ‘১৪.২ কেজি ওজনের এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ল। নরেন্দ্র মোদি ফের ভারতবাসীর উপর তাঁর সমস্ত ভালবাসা দিয়ে বর্ষণ করছেন! মোদিজির এই ‘অমৃত কাল’-এ দুর্ভোগ থামছে না। আর প্রধানমন্ত্রী? তিনি এসব কিছুকেই পাত্তা দেন না!’


প্রসঙ্গত, বুধবার ৫০ টাকা বেড়ে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯ টাকা। দু’মাসে এইনিয়ে ১০৩ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম ১০৭৯ টাকা হয়েছে। আকাশছোঁয়া রান্নার গ্যাস কিনতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তদের। অন্যদিকে, অতীতের সব রেকর্ড ভেঙে ক্রমশ কমছে টাকার দাম। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোয় নিত্যপ্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম হু হু করে বাড়ছে। এমনকি গাড়ি, বাড়ি সবকিছুতেই ঋণের বোঝা বেড়েছে। এমতাবস্থায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে আমজনতা। আর এসবের প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেছে তৃণমূল।


spot_img

Related articles

আজ উত্তরবঙ্গে সভার আগে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার...

ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে ভারতকে ‘শাস্তি’ ট্রাম্পের, বাড়ল ২৫ শতাংশ শুল্ক! 

রাশিয়ার পর এবার ইরান (Iran), ভারতে আছড়ে পড়ল মার্কিন শুল্কবান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের...

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...