আজ ৮ জুলাই।রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৯ তম জন্মদিন। দেশব্যাপী এই বিশেষ দিনটি কেন্দ্র করে নানান কর্মসূচি নিয়েছে সিপিএম।কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে এদিন সকালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সূচনা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।তিনি বলেন, জ্যোতি বসুর জন্মদিন সারা দেশ জুড়ে পালিত হচ্ছে।তাঁকে শ্রদ্ধা জানাতে আজ থেকে জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের কাজ শুরু হবে।
দলের পক্ষ থেকে ট্যুইটারে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা হয়েছে, “জ্যোতি বসু সিপিআই(এম), বাম আন্দোলন এবং ভারতের একজন মহান নেতা ছিলেন। সত্তর বছরের জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড তাঁকে দেশের সবচেয়ে বিশিষ্ট বাম নেতা হিসেবে চিহ্নিত করেছে। জন্মদিনেই তাঁর নামাঙ্কিত গবেষণা কেন্দ্র তৈরির কাজ শুরু হয়েছে।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, রাজারহাটে এই কেন্দ্রের নাম হবে ‘জ্যোতি বসু কেন্দ্র’ (Jyoti Basu Birth Anniversary)। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণে এই গবেষণা কেন্দ্রটি তৈরি করবে ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’ । এই কেন্দ্রে প্রয়াত মুখ্যমন্ত্রীর ব্যবহৃত সামগ্রীর প্রদর্শনী কক্ষ যেমন থাকবে, তেমনই থাকবে আন্তর্জাতিক, জাতীয় ও রাজ্যস্তরে কমিউনিস্ট এবং বামপন্থী রাজনীতি সংক্রান্ত দলিলের ভাণ্ডার।
