মা উড়ালপুলে গাড়ি বিকল হলে ব্রেকডাউন নম্বরে ফোন করুন

মা উড়ালপুল কলকাতা শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুল। যা ৯.২ কিলোমিটার দীর্ঘ। তবে কখনও কখনও এত বড় উড়ালপুল পার করতে গিয়ে মাঝপথেই বহু গাড়ি বিকল হওয়ার ঘটনা ঘটে। তখনই সমস্যা দেখা দেয়। যাত্রীকেও বিপদের মুখে পড়তে হয়। তাই এই সমস্যার সমাধান করতে মা উড়ালপুলে চালু হল ব্রেকডাউন হেল্পলাইন নম্বর। কলকাতা পুলিশ চালু করল এই নম্বর। এর ফলে এবার থেকে উড়ালপুলে মানুষ সমস্যায় পড়লে তাদের রক্ষা করার দায়িত্ব নেবে কলকাতা পুলিশ।


আরও পড়ুন:পুজোর আগেই চাই ১কোটি! পার্টি ফান্ড ভরাতে ফের রাস্তায় হাত পাতছে সিপিএম


কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে একটি নতুন হেল্পলাইন নম্বরের কথা জানানো হয়েছে।সেখানে বলা হয়েছে ‘মা’ উড়ালপুলের উপর দিয়ে যানবাহন চলাচলের সময় কোনও গাড়ি যদি যান্ত্রিক সমস্যার মুখোমুখি পড়ে তাহলে ওই হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। একটি কলেই মিলবে সাহায্য। এটাকে বলা হচ্ছে, ‘‌ব্রেকডাউন হেল্পলাইন’‌।

এবার জেনে নিন কোন নম্বরে ফোন করবেন-

বিপাক থেকে যাত্রীদের বাঁচাতে একটি নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে কলকাতা পুলিশ। যাত্রীরা বিপাকে পড়লেই ফোন করুন ১০৭৩ নম্বরে। তাহলেই মাঝপথে যাত্রীদের রক্ষা করতে পৌঁছে যাবে কলকাতা পুলিশ।


 


Previous articleপুজোর আগেই চাই ১কোটি! পার্টি ফান্ড ভরাতে ফের রাস্তায় হাত পাতছে সিপিএম
Next articleপথ দুর্ঘটনায় নিহত জয়েন্ট বিডিও তাপস বিশ্বাসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর