পথ দুর্ঘটনায় নিহত জয়েন্ট বিডিও তাপস বিশ্বাসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

পথ দুর্ঘটনায় নিহত হাওড়া জেলার শ্যামপুর-১ ব্লকের জয়েন্ট বিডিও তাপস বিশ্বাস। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “খুবই দুঃখিত যে আমাদের হাওড়া, শ্যামপুর-১ ব্লকের জয়েন্ট বিডিও তাপস বিশ্বাস (৪৯) গতকাল রাতে বাইকে করে অফিস থেকে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা। লরিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধেয় শ্যামপুর-১ ব্লকে অফিসের ডিউটি সেরে নিজের বাইকে দমদমের দুর্গানগরের বাড়িতে ফিরছিলেন তাপস বাবু। সেই সময় পাঁচলার ধামসিয়ার কাছে ১৬ নং জাতীয় সড়কের কলকাতামুখী লেনে তাপস বিশ্বাসের বাইকে ধাক্কা মারে একটি লরি। তিনি বাইক থেকে ছিটকে পড়েন মাটিতে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:মা উড়ালপুলে গাড়ি বিকল হলে ব্রেকডাউন নম্বরে ফোন করুন

 

Previous articleমা উড়ালপুলে গাড়ি বিকল হলে ব্রেকডাউন নম্বরে ফোন করুন
Next articleপাহাড়ে শান্তি থাকলেই হবে অর্থনৈতিক উন্নয়ন: GTA-র শপথগ্রহণ অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রীর