রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদানে বিজেপি-র বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের

তাঁদের গলায় ছিল আদিবাসী সম্প্রদায়ের বিশেষ আদিবাসীদের পোশাক পাঞ্জি, সেটাকেই উত্তরীয় হিসেবে নিয়েছিলেন তাঁরা।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদানেও বিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে নালিশ তৃণমূলের। সোমবার, ভোটদানের জন্য একসঙ্গে বাসে চড়ে বিধানসভায় যান বিজেপি (BJP) বিধায়করা। তাঁদের গলায় ছিল আদিবাসী সম্প্রদায়ের বিশেষ ছিল আদিবাসীদের পোশাক পাঞ্জি, সেটাকেই উত্তরীয় হিসেবে নিয়েছিলেন তাঁরা। কারও পরনেও ছিল পাঞ্জি। নিয়ম অনুযায়ী, ভোটের সময় পোলিং স্টেশনে কোনও প্রতীক নিয়ে ঢোকা যায় না। কিন্তু এই পোশাক এক বিশেষ সম্প্রদায়ের মানুষকে বোঝায়, সেই সম্প্রদায়েরই একজন এনডিএ-র (NDA) রাষ্ট্রপতি পদ প্রার্থী। এতে বিধি ভঙ্গে হয়েছে বলে সিইও-কে এ নালিশ জানিয়েছে তৃণমূল (TMC)।

শাসকদলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিধায়কদের হোটেলে বন্দি করে রেখে, এরপর সাজিয়ে বাসে করে স্কুল পড়ুয়াদের মতো ভোট দেওয়াতে নিয়ে এসেছে বিজেপি। কিন্তু তাঁদের পোশাকে যে বিধি ভঙ্গ হয়েছে, সেই অভিযোগ করেন চন্দ্রিমা। একই সঙ্গে বিজেপির রিসর্ট-পলিটিক্সকেও কটাক্ষ করেন তিনি।

 

 

Previous articleসবশ্রেণীর মানুষের সঙ্গে কাজ করে গোয়ায় সুদিন আনতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস
Next articleমুখ্যমন্ত্রীর বাড়িতে হাফিজুলই ঢুকেছিল? এই প্রথমবার GAIT প্রযুক্তি ব্যবহার করবে কলকাতা পুলিশ