করোনা আক্রান্ত পরিচালক মণি রত্নম, ভর্তি হাসপাতালে

কোভিড পজিটিভ পরিচালক মণি রত্নম। তাঁকে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সুস্থতার কামনা করছেন শিল্পী ও অনুরাগীরা।

আরও পড়ুন:অমানবিক! বাড়তি তরকারি চাওয়ায় শিশুর মুখ গরম কড়াইয়ে ঠেসে ধরল অঙ্গনওয়ারি সহায়িকা

প্রখ্যাত পরিচালকের শারীরিক অবস্থার কথা কিছুই জানাননি পরিচালকের স্ত্রী এবং অভিনেত্রী সুহাসিনী মণি রত্নম। বর্তমানে পোন্নিয়িন সেলভান নামে এক ছবির পোস্ট প্রোডাকশনের কাজ করছিলেন মণি রত্নম।

গত ৮ জুলাই পোন্নিয়িন সেলভানের টিজার রিলিজেও হাজির হয়েছিলেন দক্ষিণী ছবির কিংবদন্তি পরিচালক। তামিল সাহিত্য পোন্নিয়িন সেলভান নিয়ে  কাজ করার স্বপ্ন ছিল তাঁর বহুদিনের। ১০ বছর পর সেই স্বপ্ন পূরণ হল। ছবিটি রিলিজ হবে দুটি ভাগে। বিভিন্ন ভাষায় সাড়ম্বরে ৩০ সেপ্টেম্বর রিলিজ হবে প্রথম ভাগ।