Friday, December 12, 2025

একুশের প্রস্তুতি খতিয়ে দেখে মমতার হুঙ্কার, কেন্দ্রের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে লড়াইয়ের মঞ্চ

Date:

Share post:

দু’বছর করোনার জন্য একুশের সমাবেশ করতে হয়েছে ভার্চুয়ালি। দু’বছর পর এই সমাবেশে বিপুল জনসমাগম হবে সেটা বলাই বাহুল্য। তৃণমূল নেতৃত্বের দাবি, এবছরের সমাগমে রেকর্ড জনসমাগম হবে। খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছেন, এবছর মানুষের মধ্যে শহিদ দিবস নিয়ে যে আবেগ লক্ষ্য করা যাচ্ছে, তা আগের বছরগুলিকেও ছাপিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই সভার প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কর্মীদের থাকাখাওয়ার বন্দোবস্ত খতিয়ে দেখেছেন। এদিন বিকেলে খোদ তৃণমূল নেত্রীও গিয়েছিলেন সভামঞ্চ পরিদর্শনে। সভামঞ্চের কাছে বেশ কিছুটা সময় কাটান তিনি। প্রস্তুতি খতিয়ে দেখার পর মমতা শহরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি জানিয়েছেন,”ঘটনাটা যেহেতু ধর্মতলায় হয়েছিল, তাই এখানেই সভাটা করতে হয়। ৩০ বছর ধরে এটা হয়ে আসছে। কালকের দিনটা শহরবাসীর একটু অসুবিধা হবে। একটু ভিড় হবে, যানজট হবে। তাই আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।” সেই সঙ্গে সমাবেশে আসা কর্মীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, জেলা নেতৃত্বকে সেটাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মমতা (Mamata Banerjee)।

আসলে ২০২১ বিধানসভা নির্বাচনে (2021 Assembly Election) বিপুল জয়ের পর এই প্রথম শহিদ দিবসের সমাবেশ। সেই সমাবেশের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানাবেন, সেটা আন্দাজ করাই যাচ্ছিল। বুধবার তৃণমূল (TMC) নেত্রী নিজেই সেই সুর বেঁধে দিলেন। বলে দিলেন, একুশের এই মঞ্চ যেমন মা-মাটি-মানুষকে সম্মান জানানোর মঞ্চ, তেমনই কেন্দ্রের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে লড়াইয়ের মঞ্চ।

একুশের বিধানসভায় বিপুল জয়ের পর থেকেই জাতীয় স্তরে শক্তি বাড়ানোর জন্য ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই বাংলার বাইরে একাধিক রাজ্যে সংগঠন গড়ে তুলেছে তৃণমূল। একাধিক রাজ্যে বিজেপির (BJP) প্রধান চ্যালেঞ্জার হিসাবে উঠে আসছে এরাজ্যের শাসকদল। বস্তুত রাজ্যের বাইরে তৃণমূলের বিপুল শক্তিবৃদ্ধির পর একুশের মঞ্চ থেকে মমতা কী বার্তা দেন, সেটা জাতীয় রাজনীতিতেও ভীষণ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

আরও পড়ুন- ‘এতদিন কোথায় ছিলেন’? সাগরদ্বীপে বাঁধ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা

spot_img

Related articles

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাঘাযতীনের রামগড় বাজার!

রাতের কলকাতায় পুড়ে ছাই বাঘাযতীনের রামগড় বাজার (Massive fire broke out in Ramgarh Bazar)! কমপক্ষে ৪০ টি দোকান...

শীতের মাঝেই ফের ঘূর্ণাবর্তের কাঁটা! উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কুয়াশার দাপট

ডিসেম্বরের শুরু থেকে প্রায় প্রত্যেক দিনই তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে। চলতি মরশুমে প্রায় প্রত্যেক দিনই শীতলতম অনুভূতির মধ্যে...

৯১ বছর বয়সে নিজের বাড়িতে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাতিল

শুক্রের সকালে রাজনৈতিক মহলে শোকের ছায়া। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল (Shivraj Patil...

দুবাইয়ের বুকে শাহরুখের নামে আকাশচুম্বী বহুতল, প্রথম দিনেই বিক্রি সব ফ্ল্যাট! 

একেই বলে 'কিং' ক্যারিশমা! শুধু তাঁর নামটুকুই যথেষ্ট, বাকি কাজ ফ্যানেরা করে দেবেন। ভারতীয় বিনোদন জগতের রোম্যান্স গুরুর...